চোরেদের আস্তানায় পরিণত জিবি হাসপাতাল
বেকারত্বের সমস্যা এতটাই বেশি আর পুলিশ প্রশাসনের ভয় এতটাই কম রাজ্যে যে চোর চক্রেরা দেদার চুরি করে যাচ্ছে যত্র তত্র। জিবি র মতো একটি প্রধান রেফারেল হাসপাতালে চুরি , ছিন্তাই এর ঘটনায় রীতিমতো নিরাপত্তা ব্যবস্থা এবং রাজ্যে আইনের শাসন প্রশ্নের মুখে। আবারো রোগী ও তার পরিজন এর কাছ থেকে ৫ হাজার টাকা লুটে নেওয়ার ঘটনায় লাইম লাইটে জিবি হাসপাতাল। জানা যায় এক ব্যক্তি তার স্ত্রী কে নিয়ে সোমবার দুপুরে জিবি হাসপাতালে যান ডাক্তার দেখাতে। সেখানে গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে এন্ট্রি করাবার ফাকেই এক ছিন্তাই বাজ উনার পকেট থেকে চুপিসারে টাকা নিয়ে চম্পট দেয়। কিন্তু ঐ ব্যক্তি ঘুনাক্ষরেও তা টের পাননি। পরবর্তী কাউন্টারে গিয়ে পকেটে হাত দিতেই মাথায় বাজ ভেঙ্গে পরে উনার। উধাও ৫ হাজার নগদ টাকা। কান্নায় ভেঙ্গে পড়েন দম্পতি। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খুইয়ে নিচ্ছে সাধাসিধে মানুষ। এ রাজ্যে নিরাপত্তা কোথায় ? প্রশ্ন আম জনতার ।
এর আগেও বহুবার জিবি হাসপাতালের বিরুদ্ধে এধরণের ঘটনার অভিযোগ উঠে এসেছে। এর পরেও রাজ্যের এই প্রধান রেফারেল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আঁটো সাঁটো করার বিষয়ে কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা রাজ্য সরকারের। এর আগেও যে সমস্ত চুরি ছিন্তাই এর ঘটনা ঘটেছে তার কোনো সুরাহা করতে পারেনি পুলিশ ও। এভাবে চলতে থাকলে জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তো উঠবেই তার পাশাপাশি মানুষের মধ্যে থেকেও এর গ্রহন যোগ্যতা কে কমতে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।