কৃষ্ণ নগর অঞ্চল কমিটির রক্তদান কর্মসূচী তে রক্তদাতা দের অসীম উচ্ছ্বাস

সিপিআইএম কৃষ্ণ নগর জোনাল কমিটির সন্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। আর সেই সন্মেলন কে কেন্দ্র করে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সভাপতি মানিক ডে, রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জায়া পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কর্মীরা। ঘূণার রাজনীতির বিরুদ্ধে, সম্প্রীতির রাজনীতিকে শক্তিশালী করতে হবে এই স্লোগানকে সামনে রেখে এদি আগরতলার বিজয় কুমার গার্লস স্কুলে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচী তে উপস্থিত থেকে জোনাল কমিটির এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। এছাড়া এই কর্মসূচী নিয়ে মানিক ডে আরও বলেন , প্রত্যেক তিন বর্ষ অন্তর অন্তর এই সন্মেলন অনুষ্ঠিত হয়। এই সন্মেলন কে কেন্দ্র করে জোনাল কমিটির পক্ষ থেকে রক্তদান এর আয়োজন করার বিষয় কে মানিক ডে কুর্নিশ জানিয়েছেন।
আমাদের রাজ্যের ব্লাড ব্যাংক গুলো চরম ভাবে রক্ত স্বল্পতায় ভুগছে। প্রয়োজন অনুযায়ী রক্তের যোগান দিতে সক্ষম নয় ব্লাড ব্যাংক। পূর্বতন সরকারের আমলে যে পরিমাণ রক্ত দান কর্মসূচীর আয়োজন হতো সেই পরিমাণ ও অনেকটাই কমে গেছে। এদিকে স্বেচ্ছায় রক্তদাতা দের সংখ্যা ও কমেছে। রাজ্যে বর্তমান সরকারের আমলে যেভাবে মানুষ অনাহারে অর্ধাহারে ভুগছে তাতে করে দেহে রক্তের পরিমাণ থাকলে তবেই না রক্তদাতা রা রক্ত দান করবেন। আর এই দুরবস্থার জন্যে প্রত্যক্ষ ভাবে দায়ী খোদ শাসক সরকারই। এভাবেই কিছুটা স্পষ্ট ভাষায় শাসক বিজেপি শিবির এর দিকে অভিযোগের তীর সাধলেন মানিক বাবু।
অন্যদিকে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ এই রক্তদান কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেছেন এবং আন্তরিকভাবে এই রক্তদান শিবির কে সাধুবাদ জানিয়েছেন। রাজ্যে একটা সময় রক্ত দান আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু বিগত কিছু বছর যাবত এই উদ্যোগ অনেকাংশেই কমে গেছে। তাই এই পরিস্থিতি তে বামেদের এই উদ্যোগ কে কুর্নিশ জানিয়ে স্বেচ্ছায় রক্তদানে আগত রক্ত দাতা দের কেও উৎসাহ দিয়েছেন তিনি।

Leave A Reply