Priyanka Gandhi to visit Tripura

দেশের প্রতিটি রাজ্যের সবকটি আসনেই দেশের স্টার তারকারা একে একে আসন্ন লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে প্রচারাভিযানে আসবেন। ত্রিপুরার দুটি আসনে ও দেশের শাসক এবং বিরোধী উভয় দলের স্টার তারকা প্রচারকদের নামের তালিকা কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ইন্ডিয়া জোট এর সমর্থনে প্রচার করতে আগামী ১৬ই এপ্রিল ত্রিপুরায় আসছেন কংগ্রেস এর কেন্দ্রীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন স্টার প্রচারক এর আগমন ও সারাদিনের কার্যকলাপ নিয়ে বিস্তারিত সূচি সাংবাদিক সন্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

আজ শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে তিনি জানিয়েছেন, ১৬ই এপ্রিল দুপুর ২টায় আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে একটি রোড শো এর মধ্যে দিয়ে পুরনো গভর্নর হাউজ, রাজবাড়ীর উত্তর গেট, বিদুর কর্তা চৌমুহনী, কামান চৌমুহনী হয়ে হয়ে সূর্য চৌমুহনীর চৌ মাথায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে পোস্ট অফিস চৌমুহনী হয়ে বটতলা এবং পড়ে দুর্গা চৌমুহনী তে গিয়ে সভায় বক্তব্য রেখে এদিনের প্রচারাভিযান শেষ করবেন।

Priyanka Gandhi to visit Tripura

আসন্ন ইন্ডিয়া জোট এর এই জনসভা এবং রেলিতে শহর তলী তথা রাজ্যের মানুষ জনকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সুদীপ রায় বর্মণ। দেশে এক ধর্মতান্ত্রিক রাজনীতি চলছে। বরাবরের মতোই মোদী সরকারের আমলে দেশের পরিস্থিতি বিপর্যস্ত হয়ে আছে বলেই নিজের বক্তব্যে আবারো স্পষ্ট বার্তা সুদীপের।

একদিকে শাসক বিজেপির স্টার তারকা দের নিয়ে শহর স্থিত বিবেকানন্দ ময়দানে বিশাল মাপের জনসমারোহের আয়োজন চলছে। অপরদিকে ইন্ডিয়া জোট এর আর্থিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার কারণে ঠিক ভাবে প্রচার চালাতে গিয়েও প্রবল বেগ পেতে হচ্ছে তাদের। কেন্দ্রে বিজেপি সরকার এর ক্ষমতার অপপ্রয়াসে বিরোধী কংগ্রেস শিবির কে আর্থিক দিক থেকে নাজেহাল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে আপ এর মুখ্যমন্ত্রী কে গ্রেফতার করার ফলেও দিল্লী ও পাঞ্জাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আপ। এদিকে ত্রিপুরার মধ্যেও আর্থিক সহযোগিতার অভাবে প্রচারে ও তেমন ঝড় তুলতে পারছে না বিরোধী দুই শিবির। সার্বিক দিক থেকে দমিয়ে দেওয়া হয়েছে বিরোধী শিবির কে। এই অভিযোগ গুলো বরাবরই করে আসছে রাজ্যের বিরোধী শিবির গুলো।

তবুও হাল ছারবেন না , লড়াই করে যাবার অদম্য ইচ্ছে শক্তি কে আরও শান দিয়ে আসন্ন নির্বাচন কে সুষ্ঠু ভাবে পরিচালিত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চ। তাই সকলের প্রতি আবারো আহ্বান জানিয়ে আসন্ন জনসভা তথা রেলি তে সাধারণ মানুষের ১০০ ভাগ উপস্থিতির বার্তা দিলেন সুদীপ রায় বর্মণ। তিনি বলেন বর্তমানে ভারত বর্ষে মহাভারতের পরিস্থিতি চলছে। একদিকে কৌরব অন্যদিকে পাণ্ডবের মধ্যে লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে গেলে জনগণের স্বতঃস্ফূর্ত আশিষ প্রয়োজন।

তাছাড়া উক্ত কর্মসূচী টি শুধুমাত্র রেলি পর্যন্ত সীমাবদ্ধ কেন, জনসভা কেন করা হচ্ছে না এই প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন সিণ্ডিকেট থেকে প্রয়োজন অনুপাতে গাড়ি দেবার ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করেছে । বিরোধী শিবির কে এধরণের সমস্যার সম্মুখীন প্রায়শই হতে হয়।

শাসক শিবির এর ক্ষেত্রে যদিও এই সমস্যা টুকু হয়না। এডভান্স টাকা দেবার কথা হলেও গাড়ি চালকেরা টাকা ফিরিয়ে দিয়ে দেন। কিন্তু কেউ বিরোধী শিবিরের জনসভায় যাত্রী পরিবহনের দায়িত্ব নিতে নারাজ।

এই চিত্র থেকেও একটা বিষয় স্পষ্ট যে ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তে বিরোধীরা বহুলাংশেই কোণঠাসা অবস্থায় আবদ্ধ। যে কারণে সামান্য সভা টুকু করতে গেলেও নানা বাঁধা বিপত্তির সম্মুখিনহতে হচ্ছে।

তাই শুধু মাত্র রোড শো এর মধ্যে দিয়েই জনগণের সাথে এদিন জনসংযোগ স্থাপন করবেন কেন্দ্রীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

Leave A Reply