খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:48 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ণ

Journalist Attacked in Agartala : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, ওসি কে অতিসত্বর অপসারনের দাবী

Journalist Attacked in Agartala
1 minute read

Journalist Attacked in Agartala : ফের একবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। ঘটনা মঙ্গলবার রাতে। আক্রান্ত সংবাদ কর্মীর নাম মৃণাল কান্তি দেবনাথ দৈনিক সংবাদে কর্মরত। রোজ কার মতই এদিনও নিজের পেশা গত দায়িত্ব পালন করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় একটি ডাস্টবিনে আগুন জ্বলে উঠার দৃশ্য দেখে তা ক্যামেরা বন্দি করতে যান তিনি।

আচমকা কিছু লোক উনাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আক্রমন করে এবং উনি কোনোক্রমে প্রান বাঁচাতে মিলন চক্র এলাকায় নিরাপদ স্থানে আস্রয় নেন। এই খবর পাওয়া মাত্রই এদিন রাতেই থানার সঙ্গে যোগাযোগ করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, দৈনিক সংবাদ এর সিনিয়র সাংবাদিক দীপন্ত মজুমদার সহ অন্যান্যরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সভাপতি প্রনব সরকার এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

ততসঙ্গে উনি এডি নগর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সুশান্ত দেব কে অতিসত্বর অপসারনের দাবী জানিয়েছেন। কেননা, এই এলাকায় এধরনের ঘটনা সাম্প্রতিক কালে একাধিক বার ঘটেছে। বিশেষ করে সংবাদ কর্মীরা প্রায়শই নিজেদের পেশা গত দায়িত্ব সেরেবারি ফেরার পথে গুরুতর ভাবে আক্রান্ত হচ্ছেন।

এডি নগর থানাধীন এলাকায় বিভিন্ন ড্রাগস কারবারী ও মাফিয়াদের পরোক্ষ ভাবে আস্কারা দিচ্ছেন খোদ থানার ওসি সুশান্ত দেব। উনি থানায় বসে ড্রাগস কারবারী দের নিয়ে মিটিং করেন এমন ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যৎসামান্য কিছু চুরি ছিন্তাই কাণ্ডের দফারফা করা ছাড়া আর কিছুতেই তেমন ভাবে পারদর্শিতা দেখাতে পারছেন না ওসি সাহেব। বরং উনার দায়িত্ব হাতে নেবার পর থেকে কতিপয় নেশা কারবারী, নেশা গ্রস্থ মাঝ বয়সী সমাজ বিরোধীরা আরও দ্বিগুণ হারে অশান্তির বাতাবরন কায়েম করতে উদ্যত হয়েছে।

এভাবে চলতে দেওয়া যায়না । তাই অতিসত্বর ওসি সুশান্ত দেব কে এই থানা থেকে সরাতে হবে এবং আক্রান্ত সাংবাদিক এর দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে এরেস্ট করতে হবে। নতুবা কঠিন পদক্ষেপ নেবে প্রেস ক্লাব এমনটাই জানালেন সভাপতি প্রনব সরকার।
উল্লেখ্য, রাজধানীর বুকে রাতের আধারে সাংবাদিক দের নিরাপত্তা বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই বিষয়টি এসডিপিওর গোচরে নেওয়া হয়েছে। এখন প্রশাসন কি প্রকার ভূমিকা পালন করেন সেটাই দেখার বিষয়।

For All Latest Updates

ভিডিও