খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:45 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ণ

Udaipur Congress News : উদয়পুরে এমজিএনরেগা ও কাজের অধিকার রক্ষার দাবিতে জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

Udaipur Congress News
1 minute read

Udaipur Congress News : উদয়পুরে কাজের অধিকার, ন্যায্য মজুরি ও জবাবদিহিতার অধিকার সুনিশ্চিত করার দাবিতে এবং এমজিএনরেগা প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে শুক্রবার জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, আর কে পুর ব্লক কংগ্রেস সভাপতি রনজিৎ দেবনাথ, মাতাবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি জয়দেব কান্তি রায়, জেলা মাইনোরিটি কংগ্রেস সভাপতি রোশন মিয়া সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, “মনরেগা শুধুমাত্র একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি দেশের দরিদ্র, শ্রমজীবী ও গ্রামীণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া মানে তাঁর আদর্শ ও অবদানের অবমাননা।” তিনি অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে মনরেগা প্রকল্পকে দুর্বল করার চেষ্টা করছে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের প্রতিটি নাগরিকের কাজ করার অধিকার, ন্যায্য মজুরির অধিকার ও জবাবদিহিতার অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবিলম্বে মনরেগা প্রকল্প পুনরুদ্ধার করে বরাদ্দ বৃদ্ধি, কাজের সাংবিধানিক অধিকার পুনঃস্থাপন এবং সর্বভারতীয় সর্বনিম্ন মজুরি দৈনিক ৪০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

সম্মেলনে নেতারা আরও অভিযোগ করেন, নতুন সংশোধনের মাধ্যমে রেগা প্রকল্পে শ্রমিকদের কাজের নিশ্চয়তা নষ্ট করা হচ্ছে। আগে বছরে ১০০ দিনের কাজের আইনি নিশ্চয়তা থাকলেও, নতুন ব্যবস্থায় শ্রমিকরা ইচ্ছেমতো কাজের জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি পঞ্চায়েতের হাত থেকে প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা কেড়ে নিয়ে তা ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এর ফলে গ্রামীণ এলাকার রাস্তা, ড্রেন, নদী-নালা সংস্কার ও স্থায়ী সম্পদ তৈরির কাজ ব্যাহত হবে এবং শ্রমিকরা নিয়মিত কাজ থেকে বঞ্চিত হবেন।

নতুন অর্থনৈতিক কাঠামো নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার এখন প্রকল্পের খরচের মাত্র ৮০ শতাংশ বহন করতে চাইছে, বাকি ৪০ শতাংশ রাজ্য সরকারের উপর চাপানো হচ্ছে। পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরার পক্ষে এই অর্থ বহন করা কঠিন, যার সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের কর্মসংস্থানের উপর।

সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন, অবিলম্বে দাবি মানা না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লড়াই আরও তীব্র হবে।

For All Latest Updates

ভিডিও