খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 10:15 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ১০:১৫ অপরাহ্ণ

Lipika Sharma Death Case : বাপের বাড়িতে রহস্যজনক মৃত্যু মেয়ের ! লিপিকা শর্মার মৃত্যুতে তদন্ত শুরু

Lipika Sharma Death Case
1 minute read

Lipika Sharma Death Case :সালেমা মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হলো লিপিকা শর্মার। নিহত লিপিকা শর্মা, বয়স আনুমানিক ২৮ বছর। তিনি বাপের বাড়িতে বসবাস করতেন, দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে সামঞ্জস্যহীনতার কারণে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন না।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতের কোনো নির্দিষ্ট সময় কেউ বা কিছু তার উপর হামলা চালিয়ে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে। তাতে গুরুতর আঘাতপ্রাপ্ত লিপিকা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরিবারের সদস্যরা জানান, রাতে কোনো শব্দ শোনা যায়নি এবং তারা মনে করেন, লিপিকা নিজে এমন আচরণ করতে পারেননি।

মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে ছুটে আসেন লিপিকার স্বামী। এরপর পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করার সময় আশেপাশে রক্তের চিহ্ন দেখা গেছে। মৃতদেহের মুখ ও মাথায় গভীর ক্ষতের প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, সকাল ৮টার দিকে থানায় খবর আসে। এরপর সিনিয়র অফিসার এবং সাইন্টিফিক টিম ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ তদন্ত শুরু করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যাকারীর পরিচয় নির্ধারণ করা হবে।

পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির মানুষরা বলছেন, লিপিকা এভাবে মারা যেতে পারেননি এবং তারা জানেন না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং সঠিক দায়িত্বশীলদের চিহ্নিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেবে। পুলিশের আশা, ময়নাতদন্ত ও তদন্তের ফলাফল প্রকাশিত হলে লিপিকার মৃত্যুর রহস্য উন্মোচিত হবে।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়ার পাশাপাশি এলাকার মানুষদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেষ

For All Latest Updates

ভিডিও