খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 01:39 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০১:৩৯ অপরাহ্ণ

Jitendra Choudhury News : জিতেন্দ্র চৌধুরীকে আদালতে তলব, মন্ত্রী সুধাংশু দাসের পক্ষ থেকে মামলা।

Jitendra Choudhury News
1 minute read

Jitendra Choudhury News : রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে মন্ত্রী সুধাংশু দাসের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত বছরের অক্টোবর মাসে জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করেছেন।

বিরোধী নেতা একটি প্রেস বিবৃতিতে মন্ত্রী সুধাংশু দাসের ভাই, হিমাংশু দাসকে রাজ্যের সর্বোচ্চ করদাতা হিসেবে উল্লেখ করে তাঁর বিশাল সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

জিতেন্দ্র চৌধুরী উল্লেখ করেছিলেন যে, একজন সাধারণ অন্তোদয় রেশন কার্ডধারী ব্যক্তি কিভাবে এত বিশাল সম্পত্তির মালিক হতে পারেন। পাশাপাশি তিনি সরকারের নজরদারি ও সঠিক তদন্তের দাবি তুলেছিলেন।

এই ঘটনার পর মন্ত্রী সুধাংশু দাস অভিযোগ করেন যে, এই ধরনের বক্তব্য তাঁকে কালিমালিপ্ত করার এবং তার সুনামহানি ঘটানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার, পশ্চিম আগরতলার জেলা আদালতের অধীনে সেশনস জজের কাছে মামলা দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেছেন মন্ত্রী সুধাংশু দাসের পক্ষ থেকে বিস্বজিত দেব, পশ্চিম আগরতলা পাবলিক প্রসিকিউটর। তিনি জানান, “বিরোধী নেতার প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের মন্ত্রী এবং তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আদালতের মাধ্যমে ন্যায় পাওয়া হবে।”

মামলায় উল্লেখ করা হয়েছে যে, জিতেন্দ্র চৌধুরী মন্ত্রীর ভাই হিমাংশু দাসকে সর্বোচ্চ করদাতা উল্লেখ করে সম্পত্তির হঠাৎ বৃদ্ধি নিয়ে যে অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন। এই অভিযোগের ফলে মন্ত্রী ও তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মামলাটি রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে। বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য, গত বছরের অক্টোবর মাসে এই বিষয়টি সংবাদমাধ্যমে প্রথম আলোচিত হয়েছিল, এবং এখন আদালতের মাধ্যমে মামলাটি সমাধান হবে কি না, তা সবাই চোখ রাখছে।

For All Latest Updates

ভিডিও