খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:29 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:২৯ অপরাহ্ণ

Sonamurra Drugs News : সোনামুড়ায় অবৈধ ড্রাগ মুক্ত কেন্দ্রের পর্দাফাঁস! গ্রেফতার দুই

Sonamurra Drugs News
1 minute read

Sonamurra Drugs News : সোনামুড়া মহকুমার অন্তর্গত ধলিয়ায় অবৈধভাবে পরিচালিত একটি নেশামুক্ত ড্রাগ সেন্টারকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে চালানো ইন্সপেকশনে উঠে এসেছে গুরুতর অনিয়ম, প্রতারণা ও অমানবিক নির্যাতনের অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত শ্রী মান্নান চৌধুরী ও তাঁর এক সহযোগী শ্রী প্রণব আচার্যিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানা।

প্রশাসন সূত্রে জানা যায়, সুনামুড়া থানার অন্তর্গত ধলিয়ায় মোহাম্মদ আবু সাঈদের একটি নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি ড্রাগ মুক্ত কেন্দ্র পরিচালিত হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে একটি ইন্সপেকশন চালানো হয়। ইন্সপেকশনে দেখা যায়, কোনও বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়াই মান্নান চৌধুরী ও তাঁর সহযোগীরা মিলিতভাবে ওই কেন্দ্রটি চালাচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, নেশায় আসক্ত যুবকদের এবং তাঁদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো উন্নত মানের চিকিৎসা, নিরাপত্তা ও থাকা-খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু বাস্তবে সেখানে কোনও চিকিৎসা পরিকাঠামো, প্রশিক্ষিত মেডিকেল কর্মী কিংবা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা ছিল না। এমনকি ভালোভাবে থাকার ন্যূনতম ব্যবস্থাও অনুপস্থিত ছিল বলে ইন্সপেকশনে ধরা পড়ে।

সবচেয়ে গুরুতর অভিযোগ, ওই কেন্দ্রে থাকা নেশাগ্রস্ত যুবকদের জোরপূর্বক আটকে রাখা হতো এবং তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মারধর, মানসিক চাপ সৃষ্টি এবং অমানবিক আচরণের একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রশাসনের মতে, এটি প্রতারণা, বিশ্বাসভঙ্গ, বেআইনি আটক ও গুরুতর শারীরিক আঘাতের মতো অপরাধের শামিল।

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সুনামুড়া মহকুমার ডিসিএম সোনামুড়া থানায় একটি এফআইআর দায়ের করেন। এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তে প্রাপ্ত উপযুক্ত প্রমাণের ভিত্তিতে শ্রী মান্নান চৌধুরী (বাড়ি: এনসি নগর ওয়ার্ড নং ৪, সোনামুড়া) এবং তাঁর সহযোগী শ্রী প্রণব আচার্যি (বাড়ি: মধুবন কলেজ টিলা, সোনামুড়া)–কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের আগামীকাল মহামান্য মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই অবৈধ ড্রাগ সেন্টারের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণের ভিত্তিতে সকল দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।

For All Latest Updates

ভিডিও