খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 07:15 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৭:১৫ অপরাহ্ণ

Abhijit Sarkar : অভিজিৎ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Abhijit Sarkar
1 minute read

Abhijit Sarkar : বিশিষ্ট সিপিআইএম নেতা ও প্রবীণ কমরেড অনিল সরকারের একমাত্র সন্তান অভিজিৎ সরকারের অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও সামাজিক মহলে। মাত্র ৪৭ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও অনুগামীরা স্তব্ধ ও মর্মাহত।

এই শোকাবহ ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে সিপিআইএম নেতা শুধন দাস বলেন, অভিজিৎ সরকারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তিনি জানান, “অভিজিৎ ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় নেতা কমরেড অনিল সরকারের একমাত্র সন্তান। তাঁর এভাবে চলে যাওয়া আমরা কল্পনাও করতে পারিনি। এই দুঃসংবাদে আমি গভীরভাবে মর্মাহত এবং বেদনায় আচ্ছন্ন।”

শুধন দাস আরও বলেন, অভিজিৎ সরকারের অকাল প্রয়াণ শুধু তাঁর পরিবারের নয়, বরং সমগ্র রাজনৈতিক মহলের জন্যই এক গভীর শোকের কারণ। তিনি এই মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন।

এদিন তিনি অভিজিৎ সরকারের স্ত্রী ও একমাত্র সন্তানের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তাঁদের মানসিক শক্তি কামনা করেন। পাশাপাশি তিনি প্রয়াত অভিজিৎ সরকারের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, কমরেড অনিল সরকার দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত একজন শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত। তাঁর পরিবারের এই অকাল ক্ষতিতে বহু বিশিষ্ট ব্যক্তি শোকজ্ঞাপন করেছেন। অভিজিৎ সরকারের প্রয়াণে রাজ্যজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

For All Latest Updates

ভিডিও