খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 09:58 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ০৯:৫৮ অপরাহ্ণ

Barjala Anganwadi News : অঙ্গনওয়ারী কেন্দ্র থাকলেও নেই নিজস্ব ঘর, জরাজীর্ণ তহশিল অফিসের কক্ষে চলছে পাঠদান

Barjala Anganwadi News
1 minute read

Barjala Anganwadi News : অঙ্গনওয়ারী কেন্দ্র শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অথচ বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত। ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত তহশিল এলাকার বৈরাগী বাড়ি অঙ্গনওয়ারী সেন্টারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

জানা যায়, দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়ারী কেন্দ্রটি নিজস্ব কোনো ভবন ছাড়াই পরিচালিত হচ্ছে। আগে স্থানীয় এক বাসাবাড়িতে ভাড়া নিয়ে কেন্দ্রটি চালানো হতো। পরবর্তীতে কোনো ভাড়ার অর্থ ছাড়াই তহশিল অফিসের একটি কক্ষ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

তবে প্রশ্ন উঠছে—কেন একটি প্রশাসনিক দপ্তরের কক্ষে অঙ্গনওয়ারী কেন্দ্র পরিচালনার নির্দেশ দেওয়া হলো? কার অনুমতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

তহশিল অফিসের যে কক্ষে বর্তমানে অঙ্গনওয়ারী কেন্দ্রটি চলছে, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কক্ষটির ছাদের অবস্থা এতটাই জরাজীর্ণ যে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বর্ষার সময় ছাদ থেকে জল পড়ার ঘটনাও নিত্যদিনের। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সেখানে শিশুদের জন্য কোনো শৌচালয়ের ব্যবস্থাই নেই।

এই পরিবেশে শিশুদের পঠন-পাঠন তো দূরের কথা, নিরাপদে বসে থাকার মতো অবস্থাও নেই। অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা নানা সমস্যার মধ্যে কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। শিশুরাও প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রের সঙ্গে যুক্তদের একটাই দাবি—অবিলম্বে অন্তত কক্ষটির ছাদ মেরামত করা হোক এবং একটি শৌচালয় নির্মাণ করে দেওয়া হোক। পাশাপাশি, দ্রুত বৈরাগী বাড়ি অঙ্গনওয়ারী সেন্টারের জন্য একটি স্থায়ী ও নিরাপদ নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবিও উঠছে।

এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই গুরুতর সমস্যার দিকে নজর দেয় এবং শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

For All Latest Updates

ভিডিও