খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:37 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৭ পূর্বাহ্ণ

Birjit Sinha News : ঊনকোটি জেলা হাসপাতালে ড্রেন নির্মাণে জটিলতা নিয়ে মন্ত্রী তোলাবাজ’ বলে বিস্ফোরক অভিযোগ বীরজিৎ সিনহার

Birjit Sinha News
1 minute read

Birjit Sinha News : ঊনকোটি জেলা হাসপাতালের সামনে ড্রেন নির্মাণে দীর্ঘদিনের জটিলতা ও দুরবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। মঙ্গলবার হাসপাতাল চত্বরে পিডব্লিউডি অফিস ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, “মন্ত্রী তোলাবাজ ছাড়া আর কিছুই নয়!”

এদিন ক্ষোভ উগরে সিনহা জানান,
“এই নোংরা জল আর জঞ্জালের কারণে মানুষের যাতায়াত অসম্ভব হয়ে উঠেছে। আমি নির্দেশ দিয়েছি—দুই ঘণ্টার মধ্যেই একজন ইঞ্জিনিয়ার দলবল নিয়ে আসবেন ও অস্থায়ীভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন। জনগণের কষ্ট আমরা আর সহ্য করব না।”

তিনি আরও বলেন,
“কিছুদিন আগে পঞ্চায়েতে রাজ্যের এক মন্ত্রী এসে জানিয়েছিলেন, নাকি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ড্রেন নির্মাণের জন্য। কিন্তু আমরা যেদিন খোঁজ নিতে গেলাম—একটাও সরকারি কাগজ নেই! কোনো সেকশন নেই! সবই লোকদেখানো প্রচার। আসলে জনগণের চোখে ধুলো দিয়ে কন্ট্রাক্টরদের মাল ঘোরানোই উদ্দেশ্য।”

কংগ্রেস নেতৃত্বের দাবি, সরকার প্রকল্পের নামে বারবার মিথ্যা ঘোষণা দিয়ে চলেছে, আর ভুক্তভোগী সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্ষায় জলজট লাঘব করতে একাধিকবার আবেদন জানানো হলেও নির্দিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। ফলে কংগ্রেসের এই ঘেরাও কর্মসূচি এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

তবে এখন প্রশ্ন উঠছে,
ঊনকোটি জেলা হাসপাতালের সামনে ড্রেন নির্মাণে দীর্ঘদিনের অচলাবস্থা বিজেপি সরকারের প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট প্রমাণ নয় তো? বরাদ্দের নামে “৬৫ লক্ষ টাকা” প্রসঙ্গ তুলে মন্ত্রী যে প্রচার করেছেন, তা বাস্তবে কোনো নথিই নেই—যা সরকারের স্বচ্ছতার অভাবকে সামনে আনে।মানুষের যাতায়াত ঘিরে চরম ভোগান্তি সত্ত্বেও সরকারের কোনোরকম তড়িঘড়ি ব্যবস্থা না নেওয়া দায়িত্বহীনতার পরিচয়।প্রকল্পের নামে লোকদেখানো ঘোষণা করে ভোটমুখী রাজনীতি চালাচ্ছে না তো বিজেপি সরকার? এমনটাই অভিযোগ কংগ্রেসের।বাস্তব কাজের বদলে কাগুজে প্রতিশ্রুতিকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ আরও জোরালো হচ্ছে।এ ঘটনায় আবারও প্রমাণ হলো—স্থানীয় সমস্যার সমাধানে বিজেপি সরকারের মাঠপর্যায়ের তৎপরতা প্রায় শূন্য।

ঊনকোটিতে ড্রেন নির্মাণের জটিলতা আর জনগণের দুর্ভোগ প্রমাণ করে যে, বিজেপি সরকারের ঘোষণার তুলনায় বাস্তব কাজ অনেকটাই পিছিয়ে। বরাদ্দের দাবি সত্যতা না পাওয়ায় সরকারের দায় এড়ানোর প্রবণতা আরও উন্মোচিত হয়েছে। প্রশাসনিক তৎপরতা ও স্বচ্ছতার অভাবেই সমস্যা দীর্ঘায়িত, আর সেই হতাশাই আজ রাস্তায় নামিয়েছে বিরোধী দল ও সাধারণ মানুষকে।

For All Latest Updates

ভিডিও