খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:37 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৭ পূর্বাহ্ণ

Bisramganj News : মানবিকতার নজির গড়লেন এক তিপ্রাসা, অবস্থা বুঝে মামলা করলেন না চোরের বিরুদ্ধে

Bisramganj News
1 minute read

Bisramganj News : এক ব্যাতিক্রমি ঘটনা উঠে এলো বিশ্রামগঞ্জ এলাকা থেকে। এক চোর কে আইনি গেঁড়াকল থেকে বাচালেন এক তিপ্রাসা ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায় বিশ্রামগঞ্জ থানাধীন এলাকার বাসিন্দা রথিন্দ্র দেববর্মার বাড়ি থেকে মঙ্গলবার রাতে তার বাইক টি চুরি করে নিয়ে যায় এক চোর।

সকালে এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে উনি ব্যাপক দুশ্চিন্তায় পরে যান। দ্বারস্থ হন থানার, কিন্তু তখন থানায় গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফিরে আসেন তিনি। পরে সিসি টিভি ক্যেমেরা দেখতে পেয়ে উনি চোর কে সনাক্ত করতে পারেন।

অবশেষে নিজ উদ্যোগে চোর কে তার নিজ বাড়ি থেকে তুলে এনে পুলিশের কাছে সোপে দেন রথিন্দ্র দেববর্মা। ততসঙ্গে তাকে সাথে নিয়ে পুলিশ এর সহযোগিতায় অবশেষে মধুপুর এলাকা থেকে চুরি যাওয়া বাইক টি উদ্ধার করা যায়। যাতে সন্তুষ্টি ফিরে আসে বাইক মালিকের মধ্যে।

কিন্তু উল্লেখযোগ্য বিষয়, উনি অভিযুক্ত চোরের বিরুদ্ধে কোনো মামলা করেন নি। উনি জানান, অভিযুক্ত ব্যক্তি হামেশাই নেশা গ্রস্থ অবস্থায় থাকে। তার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। এই অবস্থায় তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। রাজ্যে তার মতো এমন বহু মানুষ নেশার কবলে পরে বিভ্রান্ত হয়ে অন্যায়ের পথে চলে যাচ্ছে। রাজ্য সরকার চাইছে এ রাজ্য নেশার কবল থেকে মুক্ত হোক। তেমনি তিপ্রাসা রাও চাইছেন নেশা মুক্ত হোক এ রাজ্য।

ধৃত চোর ব্যক্তি এবং তার মতো সকলেই নেশার হাত ছেড়ে সুস্থ্য জীবনে ফিরে আসুক এটাই প্রত্যাশা রাখেন উনি। তাছাড়া পরিচিতি লোক এর মধ্যে হওয়ায় এবং পরিবারটি আর্থিক দিক থেকেও স্বচ্ছল না হবার কারণেও উনি তার বিরুদ্ধে মামলা করেননি। বাস্তব অর্থেই আজকাল এধরণের মানসিকতা নজির বিহীন।

তবে অবশ্যই সব চোরের ক্ষেত্রে যে একই মানসিকতা পোষণ করতে হবে , আমরা এমন কথা ও বলছি না। নেশা গ্রস্থ হোক না না হোক, সে যদি চুরির মতো গুরুতর অন্যায় কাজ করে থাকে তবে তা সমাজের জন্যে মঙ্গলময় নয়, বরং ক্ষতিকারক ও দুশ্চিন্তা দায়ক। তাই অবশ্যই এধরণের ঘটনার সাথে জড়িত দের দিকে প্রশাসন কড়া দৃষ্টি রাখুক এমনটাই দাবী ।

For All Latest Updates

ভিডিও