Tripura Drugs News : নেশা বাণিজ্যের করিডোর ত্রিপুরা। নিত্যদিন কোন না কোনো স্থান থেকে নেশা কিংবা নেশা কারবারি ধরা পরছেই। উল্লেখযোগ্য বিষয় রাজধানীর বুকেই একাংশ সমাজ বিরোধী বুক চিতিয়ে নেশা বানিজ্য চালিয়ে যাচ্ছে। তবে তাদের বিরুদ্ধে অভিযান ও জারি রাখছে প্রশাসন।
এবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কাঁসারি পট্টি ও ওমেন্স কলেজের আশপাশের এলাকায় ধারাবাহিক তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আজ এক প্রেস ব্রিফিংয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকারও বেশি মূল্যমানের নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য।
ওসি আরও জানান, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান ও চোরাচালানের সহজ সুযোগের কারণে ত্রিপুরায় নেশাজাতীয় দ্রব্যের প্রবাহ বারবার বাড়ছে, যার ফলে তরুণ সমাজ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ত্রিপুরায় নেশাজাতীয় দ্রব্যের বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সীমান্তবর্তী অবস্থান, চোরাচালানের সুযোগ ও কিছু সামাজিক ও অর্থনৈতিক সমস্যার কারণে এই প্রবণতা বহুবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, প্রশাসনিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নেশাবিরোধী প্রতিরোধ শক্তিশালী করা সম্ভব। সমাজের সম্মিলিত উদ্যোগই এ সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে।



