Sonamura Drug Peddler : সোনামুড়া থানার পুলিশের জোরদার পদক্ষেপে নেশা কারবারের নেটওয়ার্কে বড়সড় ধাক্কা। গত সোমবার গভীর রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে মতিনগর পূর্ব টিলাই এলাকার এক বাড়ি থেকে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম পপি আক্তার জানা গেছে বয়স আনুমানিক ২৩ হবে ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই তল্লাশিতে বাড়ি থেকে ৫.৯৮৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মারুতি ইকো গাড়ি (নম্বর TR 07 0413)-ও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানের পরবর্তী পর্যায়ে মঙ্গলবার ভোরে সোনামুড়া থানায় এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। পপি আক্তারকে আজই আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। সেসব তথ্যের সত্যতা যাচাই করে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযানের মধ্য দিয়ে সোনামুড়া থানার পুলিশ আবারও প্রমাণ করলো যে মাদকদ্রব্যের অবৈধ কারবার রোধে তারা কতটা সতর্ক ও সক্রিয়। একজন মহিলা কারবারিকে গ্রেফতার করা এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও ব্যবহৃত যান উদ্ধারের ঘটনা স্থানীয় মাদকচক্রের বিস্তৃতি সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে আসায় ভবিষ্যতে আরও অভিযান চালানো হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগ এলাকার মাদকবিরোধী প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলেই আশা।



