Ex CM Manik Sarkar : বামেদের সমাবেশে যাওয়ার অপরাধে হাজতে ঢুকিয়ে দেওয়া হল ৪ জন কে, এমনটাই অভিযোগ করছে এবার বিরোধী শিবির। মঙ্গলবার তাদের বাড়ি গিয়েই পরিবার পরিজন দের সাথে কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
১০ই নভেম্বর আগরতলার প্রাণকেন্দ্রে বামেদের সাড়া জাগানো সমাবেশ কম্পন ধরিয়েছে বিজেপির বুকে,এবার এমনই মন্তব্য করছেন বামেরা । আর তাই পুলিশ প্রশাসন কে দিয়ে বামেদের ঘরে কিংবা জেলে ঢুকিয়ে দেবার পন্থা অবলম্বন করলো শাসক বিজেপি সরকার, এমনটাই অভিযোগ।
১০ই নভেম্বর সিআইটিইউর সমাবেশ শেষে পুলিশ বাবুরা বেশ কয়েক জন বাম কর্মী কে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। এর মধ্যে ১০ তারিখ মধ্য রাত্রি তে দু জন – অরুন্ধতি নগর থেকে ও ১২ তারিখ কবিরাজ টিলা থেকে দুজন কে গ্রেফতার করা হয়। আজ প্রায় ১৪-১৫ দিন কেটে গেছে। আজো তারা জেল হেফাজতে। মঙ্গলবার তাদের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরিবার গুলোর সাথে কথা বলার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে সামনে পেয়ে এদিন গ্রেফতার হওয়া পরিবার গুলো সম্পূর্ণ ঘটনাবলী উনার কাছে তুলে ধরেন। গ্রেফতার হওয়া এক বাম কর্মীর ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বলে যে কিভাবে তার বাবা কে মাঝরাতে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আজ এতদিন হয়ে গেল , মেয়েটি বাবা কে দেখতে পাচ্ছে না। ছোট্ট মেয়েটিকে তার বাবার জন্যে কাঁদতে দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে সাহস যুগিয়ে বলেন, “ তোমার বাবা কে নিয়ে গর্ব করা উচিৎ। কারণ তোমার বাবা কোনো অন্যায় করেন নি। উনি শুধু মাত্র একটি মিছিলে গেছিলেন। উনি কোনো অপরাধ করেন নি। “ উনার কথা শুনে চোখের জল মুছে মনে সাহস পায় ছোট্ট মেয়েটি।
অন্যদিকে আরেক বাম কর্মীর ভাই উনার কাছে অভিযোগ করে বলেন, এডি নগর থানার দুজন পুলিশ কনস্টেবল রাতে উনার ভাই কে বাড়ি থেকে তুলে নিয়ে যান। রাত ৩টা অব্দি তার পরিবারের লোকজন থানা পুলিশের দৌড়ঝাঁপ করে। পুলিশ আশ্বস্ত করে যে পরদিন সকালেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরদিন সেই বাম কর্মী কে সরাসরি কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।
পরে পুলিশ বাবুরাই নিজের মুখে শিকার করেন যে তাদের হাতে কিছুই করার নেই। এটা সম্পূর্ণ ভাবে রাজনৈতিক দিকে গড়িয়েছে। এক্ষেত্রে পুলিশের কিছুই করার নেয়। তাদের উপর মহল থেকে চাপ দেওয়া হয়েছে।
ভিক্টিম দের পরিবারের কাছ থেকে সমস্ত কিছু শোনার পর স্পষ্টতই রাজনৈতিক স্বার্থ চরিতার্থের নামে যে ৪ জন কে জেলে ঢোকানো হয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না, তাই এসমস্ত কর্ম কাণ্ড করে বিজেপি নিজেদের দুর্বলতা জাহির করছে। এমনটাই বলেন মানিক সরকার।
ততসঙ্গে উনার বক্তব্য বিজেপির এই পদক্ষেপ নিন্দনীয় এবং নির্বুদ্ধিতা করছে বিজেপি। এভাবে মানুষ কে আটকানো যায়না। আটকাতে পারবেন না তারা । বরং এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ এর মধ্যে ক্ষোভ এর সঞ্চার হয়েছে। যাতে করে যে সমস্ত লোকেরা আগে তেমন ভাবে প্রকাশ্য বাম রাজনীতির সাথে জড়িয়ে ছিল না তারাও এগিয়ে আসছে।
রাজনৈতিক মহল মনে করছে এতে করে বামেদের শক্তি আরও বাড়ছে , অন্যদিকে চাপে পড়ছে শাসক বিজেপি।



