Bidhan Sishu Udyan 2025 : বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে এবছর তৃতীয় বারের মতো রাজ্যের ৮ টি জেলার ৮ জন শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা কে বাছাই করে তাদের কে শিক্ষক সন্মাননা প্রদার করা হবে আগামী ২৯শে নভেম্বর রাজধানীর বাণী বিদ্যা পিঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হোল ঘরে।
এই নিয়ে রবিবার সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে বিস্তারিত জানান আয়োজন সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, জয়েন্ট কনভেনার আব্দুল হোক, সদস্য পরিক্ষিত দে, সদর জেলা কমিটির পেট্রন ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা।
উল্লেখ্য, বালাজি এবং হিন্দুস্থান ট্যুর এন্ড ট্র্যাভেলস এর যৌথ সহযোগিতায় এই আয়োজন হতে চলেছে। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষকতার সমস্ত নিয়মাবলী কে মান্যতা দিয়ে বিগত দিনে নিষ্ঠা সহকারে সমাজ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন শিক্ষক দের কে বাছাই করেই এই সন্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
এর মধ্যে সদর জেলার সুকান্ত একাডেমী বিদ্যালয়ের শিক্ষিকা স্রাবনী লস্কর এই সন্মাননা পাচ্ছেন। সিপাহিজলার দাউ ধারানী মাদ্রাসা থেকে নুরুল ইসলাম, ঊনকোটির শ্রীরামপুর এসএম দ্বাদশ স্কুল থেকে অরিন্দম সরকার, ধলাই এর রামনগর উচ্চ বিদ্যালয় থেকে হীরালাল চক্রবর্তী, খোয়াই এর খোয়াই সরকারি দ্বাদশ বিদ্যালয় থেকে মনোজ দেববর্মা, দক্ষিন এর বিলোনিয়া বালিকা বিদ্যালয় থেকে অবসর প্রাপ্ত শিক্ষক বিমল দাস, গোমতী বিবেকানন্দ বিদ্যা পিঠ থেকে অবসর প্রাপ্ত পার্থ সারথি দাস, উত্তর এর পশ্চিম রাধাপুর স্কুল থেকে তীর্থধ্যুতি দেব এই সন্মাননা পাচ্ছেন।
গাইড লাইন অনুযায়ী সরকারি বিদ্যালয়ে চাকুরিরত শিক্ষক শিক্ষিকারা বাইরে টিউশন পরাতে পারবেন না, এছাড়া সমাজের জন্যে তাদের অবদান থাকবে , তারা শিক্ষকতা জীবনের সব ধরনের নিয়মাবলী মেনে কাজ করবেন। এই সমস্ত গাইড লাইন কে মান্যতা দিয়ে যারা আজীবন শিক্ষকতা করে গেছেন এমন ৮ জন কে বাছাই করেই এই সন্মাননা প্রদান করতে চলেছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা এমনটাই জানালেন এদিন উদ্যোক্তারা।



