8 Bangladesh people arrested by GRP police

গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে আগরতলা স্থিত বাধারঘাট রেলস্টেশন থেকে ৮ জন বাংলাদেশী এবং এক জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে আগরতলা রেল পুলিশ। তারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে ত্রিপুরা রাজ্যের বাইরে যাওয়ার জন্য চেষ্টা নিয়েছিল। এই প্রসঙ্গে আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান পুলিশ একটি সূত্র মোতাবেক জানতে পারে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে করে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক বহিঃরাজ্যে যেতে পারে। সেই সংবাদের ভিত্তিতে রেল পুলিশ উৎপেতে বসে থাকে। যথারীতি পুলিশ বাংলাদেশী নাগরিকরা রেল স্টেশনে আসার সাথে সাথে আটক করা হয়। মোট ৯ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ১ জনের বাড়ি ভারতে। বাকি ৮ জনের বাড়ি বাংলাদেশে।ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা কেউ পুনে, আবার কেউ মুম্বাই যেতে চেয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবারই পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। আসলে তারা মানব পাচার চক্রের শিকার নাকি কাজের সূত্রে রাজ্যের বাইরে যেতে চেয়েছে, পুলিশের তদন্তেই সেটা বেড়িয়ে আসবে।

Leave A Reply