লোক আদালতে ১৪ হাজার মামলার নিষ্পত্তি এক যোগে

বছরের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর লোক আদালতের মধ্যে দিয়ে বহু পুরনো জমে থাকা মামলাদির নিষ্পত্তি করার প্রক্রিয়া চালানো হয়। একই ভাবে শনিবার রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয় ।
এই লোক আদালতে দিন সর্বমোট ১৪ হাজার ২২৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এরমধ্যে এমভি অ্যাক্ট ( ট্রাফিক চালান) সংক্রান্ত মামলা ছিল ৯ হাজার ৭৫৬ টি , ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৩ হাজার ৮৩২ টি মামলা, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ১২২ টি মামলা, ত্রিপুরা এক্সাইস অ্যাক্টে ৪৪১ টি মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ৩১ টি মামলা, সিআর (ফরেস্ট) সংক্রান্ত ৭ টি মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি সংক্রান্ত ২৭ টি মামলা এবং এনিমেল অ্যাক্টে ৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।
এই বিশেষ লোক আদালতের জন্য মোট ২৪ টি বেঞ্চ গঠন করা হয়েছে এদিন। এরমধ্যে খোয়াই জেলায় সবচেয়ে বেশি তথা ৫টি বেঞ্চ বসেছে। লোক আদালতে নোটিস প্রাপ্ত হয়ে আসা পক্ষ-বিপক্ষকে সহযোগিতা করতে মজুদ করা হয়েছিল প্যারা লিগ্যাল ভলান্টিয়ার ও।
পশ্চিম জেলা ও দায়রা আদালতে বসে তিনটি বেঞ্চ। তাতে জেও ছিলেন সৈকত দাস, বিকাশ দেববর্মা ও স্বস্তিকা দাস। তিন বেঞ্চে এদিন মোট ২৭৯০ টি মামলার নিষ্পত্তি হয়।

Leave A Reply