NDPS মামলায় দুই অভিযুক্তকে ১২ বছরের সাজা ঘোষণা

অপরাধের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিশালগড়ে অবশেষে ন্যায় বিচার মাথা তুলে দাঁড়ালো।
নেশা পাচারের অপরাধে অভিযুক্ত দুই আসামী কে সাজা শোনালো বিশালগড় আদালত।
উল্লেখ্য ২০২৩ সালের জুন মাসের ৪ তারিখ মধুপুর থানার পুলিশ একটি লরিতে তল্লাশি চালিয়ে পশু খাদ্যের নিচে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ড্রাগস তথা এসকফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল। সাথে অঙ্কুজ শুক্লা ও রাজেন্দ্র সিং নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে এনডিটিএস এক্টে মামলা নিয়ে তদন্ত ও চলে। মামলা আদালতে গড়ায় এবং দীর্ঘ সুনানির পর বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ বিশালগড় আদালতে বিচারক দেবাশীষ কর দুই অভিযুক্তকে ১২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা আদায় এবং অনাদায়ে আরো এক বছরের জেল ঘোষণা করেন বলে জানান সরকারি আইনজীবী গৌতম গিরি। উল্লেখ্য এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই দ্বীপজ্যোতি দাস।
বলাবাহুল্য, বিশালগড়ের বুকে দিন কে দিন অপরাধ ও অপরাধীদের আস্ফালন ক্রমশই বাড়ছে। এই অবস্থায় আইন ও প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গৃহীত না হলে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিশালগড় বাসী কে।

Leave A Reply