ইতিহাস গড়লেন ভারতের বর্তমান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটানে সর্বোচ্চ নাগরিকের সন্মান পেলেন নরেন্দ্র মোদী। আজ ভুটানের রাজা উনাকে এই সন্মান তথা “ অর্ডার অফ দ্যা ড্রুক গ্যালপো “ প্রদান করেছেন। ভুটান সফরে গিয়ে বিদেশী সরকারের প্রধান হিসেবে এই সর্বোচ্চ নাগরিকের সন্মান পেয়েছেন মোদী।
ভারতের সাথে ভুটানের সম্পর্ক মজবুত ও দৃঢ় করার ক্ষেত্রে মোদীর অসামান্য অবদানের স্মৃতি স্বরূপ এই সন্মান প্রদান বলে জানান সেখানকার বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক।
উল্লেখ্য , ২০২১ সালের ১৭ই ডিসেম্বর এই সন্মানের ঘোষণা করেছিলেন ভুটান এর রাজা। সেদিন ছিল ১১৭ তম জাতীয় দিবস। বিশ্বে এই প্রথম কোনো বৈদেশিক সরকারের প্রধান এই সন্মান পেয়েছেন বলে জানা যায়। যা কি না গোটা দেশের কাছেই একটি সন্মানের বিষয়।

Leave A Reply