পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কার্যালয় উদ্বোধন
শুক্রবার আগরতলার বিদুর কর্তা চৌমুহনী তে নির্মিত পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মাণিক সাহা। সাথে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, মেয়র দীপক মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস সহ সকল বিজেপি কর্মী সমর্থকেরা। ফিতে কেটে দ্বার উদ্ঘাটনের পর পূজার্চনার মধ্যে দিয়ে কার্যালয় এর শুভ উদ্বোধন পর্ব শেষ হয় এদিন। শেষে মুখ্যমন্ত্রী সহ সকলেই নিজেদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন সকলের সামনে। এ বিষয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিগত ৬ মাস ধরেই আসন্ন লোকসভা নির্বাচন কে নিয়ে নানাভাবে প্রস্তুতি চালাচ্ছে দল। আজ এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যে দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বিজেপি। বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে ও জোরালো ভাবে প্রচার কাজ চলছে চারদিকে। পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনী প্রার্থীর সমর্থনে ও চলছে প্রচার।
এ বিষয়ে ভগবান দাস বলেন ২০২৩ সালেও এই বিদুর কর্তা চৌমুহনী তেই নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল এবং এ বছরে ও একই জায়গা বেছে নেওয়া হয়েছে। তার কারণ এই স্থান থেকে চারিদিকে নির্বাচনী কার্যকলাপ সম্পাদনে সুবিধা হবে এবং তিনি আশা ব্যক্ত করেন যে সমস্ত দলীয় কর্মীরা যেন এই স্থান থেকেই তাদের সার্বিক কার্যকলাপ সম্পাদন করেন।