Zarine Khan : বলিউডের গ্ল্যামার জগতের আড়ালে অনেক সময়ই লুকিয়ে থাকে তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী জেরিন খান। ‘আকসার ২’ সিনেমার শুটিংয়ের সময় অপেশাদার আচরণ ও অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের চাপের কথা জানিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।
হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরিন বলেন, “যখন সিনেমার গল্প শুনেছিলাম, তখন এটিকে একটি রোমান্টিক থ্রিলার ভেবেছিলাম। পরিচালকের কাছে স্পষ্ট করে জানতে চেয়েছিলাম, সিনেমায় কতটা ঘনিষ্ঠতা থাকবে। তখন তিনি আশ্বস্ত করেছিলেন, এমন কিছু নেই। কিন্তু বাস্তবে শুটিং শুরু হলে একের পর এক চমক পেতে থাকি।”
জেরিনের অভিযোগ, প্রতিদিন নতুন নতুন ঘনিষ্ঠ দৃশ্য স্ক্রিপ্টে যুক্ত করা হতো, যেখানে এমন দৃশ্যের প্রয়োজনই ছিল না। তাকে খোলামেলা পোশাক পরতেও বাধ্য করা হতো, যা ছিল তার আরাম ও পেশাগত নীতির পরিপন্থী।
পরিচালক অনন্ত মহাদেবনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি বলেন, “পরিচালক নিজেই প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। অথচ আমার সামনে বলতেন, প্রযোজকরা চাপে রেখেছে। পুরো পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল, যেন সব দোষ আমারই।”
‘বীর’, ‘হেট স্টোরি ৩’, ও ‘আকসার ২’-এর মতো ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করলেও, এমন অস্বস্তিকর অভিজ্ঞতা বহু বছর ধরে চাপা দিয়েছিলেন জেরিন। অবশেষে বহুদিন পর মুখ খুলে বলিউডের অন্ধকার দিকটি সামনে আনলেন তিনি।
এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, গ্ল্যামার দুনিয়ার আড়ালে কতটা পেশাগত অনিশ্চয়তা আর নৈতিকতার সঙ্কট লুকিয়ে থাকে।