Vishwakarma Puja : একদিকে যেখানে একটা রাজনৈতিক স্বার্থান্বেষী অংশ হিন্দু মুসলিম করে দাঙ্গা বাজি লাগিয়ে রাখতে ব্যস্ত সেখানে আবু খায়ের দের মতো মানুষ ও আছেন যাদের কাছে ধর্মের চাইছে আস্থা , ভক্তি এবং মনুষ্যত্বই সর্ব বৃহৎ। কোনো দেব দেবীর গায়ে লেখা থাকে না উনি ধর ধর্মের। কোনো দেবতা কারো একার নয়। সবাই সবার। এমনই বার্তা দিতে গিয়ে বিগত ৪ বছর ধরে দেব শিল্পী বিশ্ব কর্মার পুজো করে আসছেন ত্রিপুরার রিক্সা শ্রমিক সংঘের এক শ্রমজীবী ব্যক্তি আবু খায়ের কে।
ক্যানসার রোগে আক্রান্ত আবু খায়ের। বিগত ৪ বছর ধরে উনি দেব শিল্পীর পুজোর আয়োজন করে আসছেন। উনার এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছেন সকলে। এমনকি সকলে মিলে নিজেদের সাধ্যমতো আবু খায়ের কে চাঁদা দিয়েও সহযোগিতা করে আসছেন বলে জানান উনি। তাই সকলের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।
ততসঙ্গে ক্যানসার এর মতো মারণ ব্যাধি তে উনি আক্রান্ত , এই সত্যতা কে স্বীকার করে নিয়ে যদি উনি এই পৃথিবী ছেড়ে চলে যান তার পরেও যাতে উনার হয়ে বাকি অন্যরা এই পুজো চালিয়ে যেতে থাকে সেই আহ্বান রাখেন উনি।
বর্তমান সমাজে আবু খায়ের দের মতো মানুষ এর সত্যিই এই সমাজে থাকা অত্যন্ত জরুরী। যারা ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সাথে মিলেমিশে শান্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করবে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিনে এমন অভিনব চিত্র দেখতে পেয়ে আবু খায়েরের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।