স্বসহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিতা

রাজ্যে এসে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিতা। খোয়াই জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষ করে তুলাশিখর ব্লকে স্বসহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিতা।

এদিন সহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। পরবর্তীতে তুলা শিখরে টিআরএলএম পরিচালিত মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন সামগ্রী দেখে মুগ্ধ কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী।

এদিন তিনি ঘুরে দেখেন মহিলাদের দ্বারা পরিচালিত বিভিন্ন জিনিস তৈরি করার সামগ্রী গুলি। এর মধ্যে রয়েছে পাচরা, রিসা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী। এরপর তুলাশিখরে বিভিন্ন কর্মসূচি শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ডাবল ইঞ্জিনের সরকার হাতে হাত রেখে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদি জি এবং রাজ্যে মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা আরো অনেক দূরে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave A Reply