গোপন খবরের ভিত্তিতে দুই ভারতীয় টাউট গ্রেফতার
গোপন খবরের ভিত্তিতে দুই ভারতীয় টাউট গ্রেফতার। অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
অবৈধ বাংলাদেশীদের রাজ্যে প্রবেশে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত মতিনগর গিলা মোরার বাসিন্দা দুজনকে দীর্ঘদিন ধরে পুলিশ আটক করার চেষ্টা করছিল।
আজ গোপন সূত্রের ভিত্তিতে এবং বিএসএফের সহায়তায় তাদের দুজনকে সেই এলাকা থেকে আটক করে জিআরপি থানার পুলিশ। এই দুই ভারতীয় টাউট বাংলাদেশীদের রাজ্যে প্রবেশে সহায়তা করে এবং আগরতলার রেলস্টেশনের মাধ্যমে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যাওয়ার সহায়তা করে। আটককৃত দুই ভারতীয় টাউট হল
শহিদুল ইসলাম ও ইউনুস মিয়া, যাদের বাড়ি মতিনগর গিলা মুরা। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানাবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।