Tripura sundari temple
এক মাস বাদে আবারো খুললো মাতা বাড়ির প্রনামি বাক্স
শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রনামী বাক্স আজ প্রায় একমাস ২০ দিন পর আবারো খোলা হয়েছে । কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এদিন প্রনামি বাক্সে জমা দর্শনার্থীদের প্রণামির অর্থ রাশি গোনার কাজ চলছে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এখন আগের তুলনায় ভক্তদের সমাগম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। রোজ প্রচুর সংখ্যক ভক্তদের ভিড় জমছে এখানে। আর ভক্তরা ও তাদের মনের কামনা জানিয়ে রোজ যে যার মতো করে প্রনামি বাক্সে দক্ষিণা দিয়ে যাচ্ছেন । আগের তুলনায় এখন যেহেতু দর্শনার্থীদের ভিড় বেড়েছে তাই মাতারবাড়িতে প্রনামি বাক্স গুলিও খুব তারাতারিই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সে কারণেই মাত্র এক মাসের ব্যবধানেই পুনরায় বাক্স খোলা হয়েছে। বৃহস্পতিবার গোমতী জেলাশাসক অফিসের ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ এর উপস্থিততে পুলিশি নিরাপত্তায় গননা কাজ শুরু হয়। যা প্রায় রাত ৮ টা থেকে ৯টা অব্দি চলবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ।
৫১ পিঠের এক পিঠ বা শক্তিপীঠ হচ্ছে এই মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির। বিগত দিনেও এখানে লোক সমাগম নেহাত কম ছিল না। তবে ইদানিং কালে রাজ্যে বহিঃ রাজ্য কিংবা বিদেশ থেকে পর্যটক দের আগমন বেড়েছে। ততসঙ্গে রাজ্য সরকার পর্যটন দপ্তর কে যেভাবে উন্নত করার পরিকল্পনা গ্রহন করেছে তাতে করে রাজ্যের বিভিন্ন অংশের পর্যটকেরা ও আকৃষ্ট হয়ে তাদের সমাগম বৃদ্ধি করেছে। তাছাড়া কোটি কোটি টাকা ব্যয় করে মাতা বাড়ি সংস্কারের কাজ চলছে। সেটাও দর্শনার্থীদের কাছে একটা আনন্দ ও উৎসাহের বিষয়। আর এই সব কিছু মিলিয়েই রাজ্যের এই বিশিষ্ট পর্যটন ও ভক্তির কেন্দ্র স্থল জমসমাগমে ফুলে ফেঁপে উঠেছে। ততসঙ্গে ফুলে ফেঁপে উঠেছে মায়ের প্রনামি বাক্স ও । যদিও এই ১ মাসের অন্তরে কত প্রনামী জমা হয়েছে তা খবর লেখা অব্দি জানা যায়নি।