খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:27 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:২৭ পূর্বাহ্ণ

Tripura Risha Controversy : কুর্সি তে রিশা রাখায় বিক্ষুব্ধ বিজেপির জনজাতি সেল, একই কাণ্ড ঘটিয়ে ও অনায়াসে পাড় পেলেন বিজেপির মন্ত্রী

Tripura Risha Controversy
1 minute read

Tripura Risha Controversy : জনজাতি দের পরিধেয় বস্ত্র রিশা নিয়ে সম্প্রতি তুমুল বিতর্ক ছড়িয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার বসার সোফার উপর রিশা রেখে রিশার অপমান করেছেন বলে শাসক বিজেপি দলীয় জনজাতি মোর্চা ও মণ্ডল এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু একই কাজ যখন খোদ শাসক দলীয় কোনো নেতা মন্ত্রী বাবুরা করেন তখন তাদের প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। কথা হচ্ছে রাজ্য মন্ত্রীসভার অন্যতম সদস্য মন্ত্রী বিকাশ দেববর্মা কে নিয়ে। আমার ডান দিকে যে ছবিটি দেখছেন, উনি মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন উনি। ছবিটি উনার অফিস কক্ষের। যেখানে উনি নিজের চেয়ারে বসে আছেন আর উনার চেয়ার টি ঢেকে দেওয়া হয়েছে একটি গেরুয়া বর্ণের রিশা দিয়ে। এই অবস্থায় উনি বেশ একাধিক বার সাংবাদিক বৈঠক করেছেন , ক্যামেরার সামনে আলোচনা করেছেন। সুতরাং এই চিত্র যে কারোর নজরে পড়েনি এমনটা কিন্তু নয়। কিন্তু , এই নিয়ে আজ অব্দি কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি।


কিন্তু যেই বিরধ দলীয় নেতা তার সোফার উপর একটি রিশা কে সাজিয়ে রেখেছেন , এই চিত্র রাষ্ট্র বাদী দলের মণ্ডল ও অন্যান্য নেতা দের চোখে পড়লো তখনই তাদের মনে হল, এর চাইতে ভালো ইস্যু এই মুহূর্তে বিতর্কের জন্যে আর কি হতে পারে ?

জিতেন্দ্র চৌধুরী , এই নিয়ে নিজের স্পষ্টীকরণ দিতে গিয়ে নির্বিঘ্নে দাবী করেন যে উনি রিশা কে তার মেরুদণ্ড বরাবর রেখছেন। এতে উনি রিশা কে আরও দ্বিগুণ সন্মান দিয়েছেন। কিন্তু ওদিকে মন্ত্রী মহোদয়ের কুর্সি যে কায়দায় রিশা দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন তার অনুগত রা ? সাধারণত বসার চেয়ার টাউয়াল জাতীয় বস্তু দিয়ে ঢাকা হয়। উনি সেই টাউয়াল এর পরিবর্তে রিশা কে ব্যবহার করেছেন। এতে কি রিশার অপমান করা হয়নি ? যদি বিরোধি দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ক্ষমা দাবী করা যায় তবে মন্ত্রী বিকাষ দেববর্মার ক্ষেত্রে কি এই নিয়ম ভিন্ন ?

বলা বাহুল্য, রিশা ত্রিপুরার জনজাতি দের একটি ঐতিহ্য। তাদের গরিমা এবং সংস্কৃতির একটি চিহ্ন। ২০২৪ এর মার্চ মাসে ত্রিপুরার এই ঐতিহ্য রিশা, জিআই ট্যাগ লাভ করেছে। সুতরাং এই রিশা কে অবশ্যই সকলের সন্মান করা উচিৎ। যে কেউ যদি রিশার অপমান করে তবে তা অবশ্যই দণ্ডনীয়। কিন্তু নিয়ম সবার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য হওয়া উচিৎ। বিরোধী দলীয় নেতা বলে তিনি দোষী, অথচ শাসক দলীয় নেতা কিংবা মন্ত্রী বলে তার একই দোষ মাফ , এটা কি আদৌ গ্রহন যোগ্য ?


নাকি এই বিক্ষোভ মিছিল কেবল মাত্র ক্যামেরার ফোকাসে আসার একটা অজুহাত মাত্র ? রাজ্যে চলমান নানাবিধ সমস্যা এবং গুরুত্বপূর্ণ ইস্যু কে দূরে রেখে , রিশা বিতর্কে মত্ত বিজেপির জনজাতি সেল। দিকে দিকে বিজেপি মথা জোট পরিচালিত এলাকা গুলোতে জনজাতি দের চলমান সমস্যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুল্লেও , আলোচনা করতে দেখা যাচ্ছে না তাদের। তবে কি বিরোধী দের দমিয়ে রাখাটাই মূল প্রচেষ্টা ? নাকি আসলেই রিশার ঐতিহ্য রক্ষা নিয়ে চিন্তিত তারা ? যদি তাই হয় তবে স্বদলিয় মন্ত্রীর বিরুদ্ধে ও এবার পথে নেমে প্রতিবাদ দেখাবেন তারা ,এমনটাই আশা রাখা যায়।

For All Latest Updates

ভিডিও