চন্দ্রপুর বাজারের ত্রিবার্ষিক সন্মেলন
প্রতিটি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি করে বার্ষিক সন্মেলন অনুস্থিত হয়ে থাকে। একই ভাবে বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বর চন্দ্রপুর বাজারের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের অফিস কার্যালয়ে ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সন্মেলনে উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যরা , ততসঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ী তথা দোকানী ও আগরতলা পুরো নিগমের ২৫ নং ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ। মোট ১৫ জন কে নিয়ে বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয় এদিন। আগামী তিন বছর এই কমিটি দ্বারাই পরিচালিত হবে বাজার। উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন প্রদীপ ভৌমিক , সাধারণ সম্পাদক সজল দাস এবং কোষাধ্যক্ষ বিজয় দেবনাথ । এছাড়া আরও ১২ জন কমিটির সদস্য হিসেবে নিয়োজিত হয়েছেন। এর আগেও বাজার কমিটিতে তারাই ছিলেন। বিগত কমিটিতে তেমন কোনো বদল হয়নি। এদিনের কমিটি গঠনের পর বিস্তৃত আলোচনায় কিভাবে চন্দ্রপুর বাজারকে আগামী দিনে আরো আধুনিকরণ করা যায়, কি কি সমস্যা রয়েছে এ সকল বিষয় উঠে আসে । আগামী দিনে এই নিয়ে কাজ করবে বাজার কমিটি, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তারাও। যদিও এই একই কমিটি থাকাকালীন বিগত ৩ বছরেও চন্দ্রপুর বাজারের খুব একটা আধুনিকীকরণ কিংবা উন্নয়ন চোখে পড়েনি। নতুন হাতে দায়িত্ব দিয়ে বাজারের ভাগ্য কিঞ্চিৎ পরীক্ষা করে নেওয়া যেতে পারতো। কিন্তু তা যদিও হয়নি। আগামী তিন বছরেও একই হাতে থাকবে দায়িত্ব। সুতরাং এই তিন বছরে ও চন্দ্রপুর বাজারের ভাগ্যের চাকা ঘুরবে কিনা তা চিন্তার বিষয়।
বাজারের একটা অংশে সাড়া বছরই আবর্জনার স্তুপ জমে থাকে। জঙ্গলাকীর্ণ বাজারের সাথে ময়লার দুর্গন্ধে বাজারে থাকা দোকানী দের ও অসম্ভব সমস্যার সম্মুখীন হতে হয়। এই নিয়ে আগেও কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই করেননি তারা। অবশেষে ভুক্তভুগি বাজার ব্যবসায়ী রাও মুখে কুলুপ এঁটে বসেন। এবার আবারো তাদের হাতে দায়িত্ব সোপে দিয়ে বাজার এর ভাগ্য কোন দিকে ঘোরালেন তারা ? সেটাই প্রশ্ন।
এদিনের সন্মেলনে কর্পোরেটর সীমা দেবনাথ এর পাশাপাশি উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা সহ বাজার কমিটির অন্যান্যরা। আগরতলা পুরো নিগমের ২৫ নং ওয়ার্ডের কর্পুরেটর সীমা দেবনাথ এর নিকটে বাজার কমিটির পক্ষ থেকে এদিন বেশ কিছু দাবিও তুলে দেওয়া হয়েছে।
দেখার বিষয় কর্পোরেটর মহোদয়া ও আগামী দিনে এই বাজারের বেহাল চিত্রের মেরামতি করতে কি পদক্ষেপ নেন।