অনলাইন গেম এর নেশাই কাল হয়ে দাঁড়ালো ১৫ বয়সী যুবকের
যুগ বদলেছে। এখন আর মাঠে গিয়ে ক্রিকেট বা ফুটবল খেলার তাগিদ দেখা যায় না উঠতি বয়সী কিশোর ও যুবকদের মধ্যে। হাতের মুঠোয় চলে আসা ঐ ৬ ইঞ্চের যন্ত্রটিতেই এখন সব আনন্দ বিনোদন মিলে যায়। খেলা ধূলা ও এখন ডিজিটাল । আর এই অতিমাত্রিক ডিজিটালাইজেশানই হয়ে দাঁড়াচ্ছে নিস্পাপ জীবনের জন্যে কাল।
এবার এমনই এক অনলাইন গেমের নেশায় আসক্ত হয়ে প্রাণ খোয়ালো ১৫ বর্ষীয় এক যুবক। ঘটনা , শুক্রবার গোমতী জেলার নূতন বাজার থানাধীন খেদারনাল এলাকায়। মৃত যুবকের নাম আব্দুল ইমন মুস্তাক।
ঘটনার বিবরণে জানা যায়, আব্দুল দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র। বেশিরভাগ সময়ই তার কাটতো হাতের ঐ মোবাইল ফোনে ফ্রি ফায়ার নামক গেম খেলতে খেলতে। এক প্রকার এই গেমের প্রতি আশক্ত হয়ে পরে সে। সারাদিন ছেলে মোবাইলে গেইম খেলে সময় নষ্ট করছে এই বিষয় টি তার অভিভাবকেরা ভালো নজরে নিচ্ছিলেন না। তাই ছেলে কে স্বাভাবিক ভাবেই শাসন করেছিলেন মা বাবা। শুক্রবার এই নিয়ে বাবা মায়ের এই কঠোর শাসন হয়তো মেনে নিতে পারেনি আব্দুল। তাই সে এদিনই আত্মঘাতী হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পরিবারের লোক জন নতুন বাজার স্থানীয় হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে জানিয়ে দেন। মুহূর্তের মধ্যেই কান্নায় ভেঙ্গে পরে তার পরিবার পরিজন। সামান্য এটুকু বিষয় কে কেন্দ্র করে ছেলে এতো বড় পদক্ষেপ নিয়ে নেবে তা ঘুণাক্ষরেও কল্পনা করেননি তার বাবা মা।
এই ঘটনা নতুন নয়। রাজ্যে এর আগেও বহুবার এধরণের ঘটনা সামনে এসেছে। এই নতুন প্রজন্ম কোন দিকে ধাবিত হচ্ছে ? মাতা পিতার শাসন ও যেন তাদের কাছে বিষাক্ত । এ কি শুধু মাত্র ডিজিটাল যুগের দোষ ? নাকি ছেলে মেয়েদের সঠিক দিশায় পরিচালনা করতেই অনেক বড় ভুল কিংবা গাফিলতি রয়েছে অভিভাবকদের ও ? পর্যালোচনা করা অত্যন্ত প্রয়োজন।