TET exam case in Tripura
রাজ্যে টেট পরীক্ষা নিয়ে বিবাদ লেগেই রয়েছে। ২০২১ -২২ শিক্ষাবর্ষের সময়ে ও টেট পরীক্ষার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। যোগ্য দের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ দীর্ঘ পুরনো। এবার টেট পরীক্ষার পেপার ১ এবং পেপার ২ পরীক্ষায় পরীক্ষার খাতা চেকিং নিয়ে উঠেছে প্রশ্ন। আনসার শিট এ বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে। আর তা যাচাই না করেই পরীক্ষার্থীদের খাতা কাঁটা হয়েছে। যাতে করে বহু ছাত্র ছাত্রী প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হয়েছেন এবং টেট কোয়ালিফাই করতে পারেন নি। এই বিষয় নিয়েই অভিযোগ কারীরা একটি মামলা হয়েছিল উচ্চ আদালতে।
উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে টেট পেপার ১ এবং পেপার ২ পরীক্ষার প্রশ্ন পত্রে গলদ থাকার মামলা নিয়ে সওয়াল চলে আজ মঙ্গলবার। মামলা কারীদের পক্ষে ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। তিনি জানিয়েছেন যে ফাইনাল কি আনসার গুলোর ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে তার মধ্যে বেশ কিছু উত্তর ভুল রয়েছে।
বিভিন্ন রেফারেন্স বই ঘাটা হয়েছে। আর দেখা গেছে উত্তর পত্রে ভুল রয়েছে। সেই থেকে এই তথ্য পাওয়া গেছে। যার ফলে বহু শিক্ষার্থী প্রাপ্য নম্বরের চাইতে কম নম্বর পেয়ছেন। এ বিষয়ে প্রথমে হাই কোর্টের একক বিচারপতির কাছে মামলা করা হয়। কিন্তু তিনি এই মামলা কে খারিজ করে দিয়েছিলেন। ফলে এদিন পুনরায় বিষয়টি হাই কোর্টের বিচারপতি টি অমরনাথ এবং বিশ্বনাথ পালিত এর সান্নিধ্যে উক্ত মামলার সুনানি হয়। আবেদনকারীদের মধ্যে যারা রিট পিটিশান জমা দিয়ে পুনঃ তদন্তের আপিল করেছিলেন তাদের সাথে নিয়ে এদিন তথ্য প্রমাণ তুলে ধরা হয় কোর্টে। সমস্ত তথ্য প্রমাণ দেখেন মাননীয় দুই বিচারপতি।
সমস্ত তথ্য দেখার পর মামলা কারীদের সাথে সহমত প্রদান করেছেন মাননীয় হাই কোর্ট। তবুও তদন্ত সাপেক্ষে এই মামলার পরবর্তী সুনানির জন্যে আগামী ২৪শে এপ্রিল তারিখ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ।
টেট পরীক্ষার্থীদের সংখ্যা যেমন একদিকে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে তেমনি পরীক্ষার প্যাটার্ন ও পরীক্ষার খাতা চেকিং এর দিকে কড়াকড়ি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভুল উত্তরের উপর ভিত্তি করে নম্বর দেওয়ার ফলে বহু যোগ্য শিক্ষার্থী তাদের প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। সেই নিয়েই এই প্রতিবাদ।
রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় এইটুকু ভুল এবং গাফিলতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যে বিপদজনক বলেই ধারণা করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।