Tanushree Dutta : বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের শিরোনামে। নিজের বাড়িতেই দীর্ঘদিন ধরে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে তিনি জানান, ২০১৮ সাল থেকে শুরু হয়েছে এই অত্যাচার, যা এখনও অব্যাহত। ফলে মানসিক ও শারীরিকভাবে তিনি বিপর্যস্ত।
ভিডিওটিতে তনুশ্রী বলেন,
“আমি নিজের বাড়িতে নিরাপদ নই। গত পাঁচ বছর ধরে আমাকে ভয় দেখানো হচ্ছে, বিরক্ত করা হচ্ছে। আমি একা থাকি, কাজের লোকও নেই। অসুস্থ হয়ে পড়েছি। কেউ সাহায্য করুন।”
তিনি আরও জানান, কাজের লোক রাখতেও পারছেন না, কারণ তাঁর দাবি অনুযায়ী, ‘তাঁদের লোক’ কাজের লোকের ছদ্মবেশে এসে ঘরে সমস্যা তৈরি করছে। চুরি, অশান্তি—সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে অভিনেত্রীর।
এই প্রসঙ্গে তিনি বলেন,
“যখনই আমি কাউকে কাজে নিই, দেখা যাচ্ছে ওরা আগেই ওদের লোক বসিয়ে দিয়েছে। অশান্তি, চুরি সবকিছু চলছে। আমি আর পারছি না।”
তনুশ্রী দাবি করেন, তিনি পুলিশে ফোন করেছিলেন। পুলিশ তাঁকে লিখিত অভিযোগ করতে বলেছে, এবং তিনি খুব শীঘ্রই থানায় যাবেন বলে জানিয়েছেন।
তবে এই ভিডিওর পর নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে—এত বছর ধরে যদি হেনস্তা চলেই থাকে, তাহলে এতদিন কিছু বলেননি কেন? ভিডিওতে তিনি কারা তাঁকে হেনস্তা করছেন, সে বিষয়েও কোনও নির্দিষ্ট নাম নেননি।
২০১৮ সালে #MeToo আন্দোলনের সময় নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছিলেন তনুশ্রী। যদিও সেই মামলায় পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর থেকে দীর্ঘ সময় আড়ালে ছিলেন এই অভিনেত্রী।
সাম্প্রতিক এই ভিডিও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বলিউড মহলে এবং সাধারণ মানুষদের মধ্যে প্রশ্ন উঠছে—একজন পরিচিত অভিনেত্রী যদি নিজের ঘরেই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?
পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তনুশ্রী ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ আনবেন, এবং তদন্ত কতদূর গড়াবে, সেদিকেই এখন নজর।