Sudden heavy storm has ruined human life

 

ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সোনামুড়া মহকুমা এবং বিশালগড় মহকুমার বিশ্রামগঞ্জ রংমালা এলাকা। শনিবার রাতে আচমকা বজ্র এবং শিলাবৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝড় যার ফলে সোনামুড়া মহাকুমার এবং বিশালগড় মহাকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন সহ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়। শনিবার রাতের এই প্রবল ঝড়ের ফলে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়, আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । তার পাশাপাশি অধিকাংশ বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে মাটিতে। ঠিক একইভাবে মেলাঘর কলম ক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মমতাজ মিয়া সহ উনার পরিবার যে ঘরে থাকেন সেই ঘরটির শনিবার রাতের প্রবল ঝরে ছাউনি উড়িয়ে নিয়ে যায়। তবে আগে থেকেই সাবধান থাকার কারণে পরিবারটির কোন শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহসিলদার ঘটনা পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সাহায্য সহযোগিতা পায় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন।

 

Sudden heavy storm has ruined human life

অপরদিকে চৈত্রের ঝড়ে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে উদয়পুরে বহু মানুষের বসতঘর । ঘটনা দক্ষিণ মাতারবাড়ি চন্দ্র সাগর দিঘীরপাড় । ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান , শনিবার রাত ১১ টা নাগাদ কালো মেঘের ঘনঘটা দেখা যায় আকাশে। মুহূর্তের মধ্যেই ব্যাপক ঝড়ো তুফান ও বাতাস শুরু হয় । কয়েক মিনিটের ঝড় তুফানে বসতঘরের ছাউনি বহুদূরে উড়িয়ে নিয়ে যায় । ভেঙে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু মানুষের বিছানার উপর ঘরের ছাউনি। ঝড় তুফানো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ঘরের বিভিন্ন আসবাবপত্র। নিজেদের প্রাণ রক্ষার্থে কেউ আবার বিছানার নীচে আশ্রয় নেন আবার কেউ এই ঝড় তুফানে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় বলে জানান । বিভিন্ন গবাদি পশুর থাকার ঘর ভেঙে পড়ে ঝড় তুফানে। ‌ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপর দাঁড়িয়েছে। অন্যদিকে ত্রিপুরেশ্বরী কলোনি এলাকায় সড়কের উপর ভেঙে পড়ে বড় বড় গাছপালা থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি । ভয়াবহ ঝড় তুফানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয় শনিবার রাতেই। জানা যায় দমকল বাহিনীর কর্মীরা বেশ কয়েকজন গ্রামবাসীকে বসতঘরের নিচে চাপা পড়ে থাকা তিনজনকে উদ্ধার করে রাতের অন্ধকারে। রবিবার সকালে গোটা মাতাবাড়ি সহ উদয়পুরে বিধ্বংসী ধ্বংসলীলার ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষতিগ্রস্ত এই গ্রামটিতে ভিড় জমান সাধারণমানুষ। জানা যায় রাতেই প্রশাসন গোটা বিষয়ে খোঁজ-খবর নেয়। সাধারণ মানুষ দাবি করে প্রশাসন থেকে যেন তাদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখন দেখার লোকসভা ভোটের মুখে এই ধরনের ঝড় তুফানে বিধ্বংসী ধ্বংসলীলা ঘটে যাওয়ায় প্রশাসন কতটুকু সাহায্য করে সেদিকে তাকিয়ে রয়েছে অসহায় গ্রামবাসীরা।

বলাবাহুল্য, দোল পূর্ণিমার এক রাত আগে এই আকস্মিক ঝড় গোটা ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে ব্যাপক প্রভাব ফেলেছে। আজ রবিবার ও বিকেল থেকেই মুখ ভার আকাশের। আজকেও প্রবল বৃষ্টি পাতের ব্যপক সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

Leave A Reply