Students block road in Ambassa

রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিগত ৬ বছরে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা বুঝতে বিশেষ অসুবিধা হচ্ছে না শিক্ষিত মহলের। একটা সময় ছিল , শিক্ষার্থীদের মধ্যে স্কুলে যাওয়া নিয়ে, পরাশুনা নিয়ে একটা উদ্দীপনা কাজ করতো। পড়াশুনার সাথে খেলাধূলা , ব্যায়াম, বিজ্ঞান চর্চা সমস্ত কিছুই বিদ্যালয়ের অভ্যন্তরেই পরিচালিত হতো। লোক দেখানো প্রচার ছিল না বটে। তবে শিক্ষার মূল্যায়ন ছিল। রাজ্যের প্রতিটি স্কুলেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছিল। অন্তত পক্ষে মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের রাস্তায় নেমে পথ অবরোধ করে শিক্ষক নিয়োগের জন্যে আর্জি জানানোর মতো পরিস্থিতি খুব কমই দাঁড়িয়েছে।
কিন্তু বর্তমান রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আজ শিক্ষার্থীদের পথে নেমে বিক্ষোভ দেখাতে হয়। এই হচ্ছে সুশাসনের বাস্তব চিত্র। এবার এমনই এক পরিস্থিতির চিত্র উঠে এসেছে আমবাসা থেকে।
শিক্ষক ও স্কুলের বেহাল অবস্থা দূর করার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গন ছেড়ে রাস্তায় নেমে এলো এবার ছাত্র ছাত্রীরা। যেখানে একদিকে শিক্ষক স্বল্পতায় ভুগছে রাজ্যের বিভিন্ন স্কুল, সেখানে আবার একের পর এক শিক্ষক বদলি হয়ে পড়ায় শিক্ষক শূন্য হয়ে পড়ছে একাংশ বিদ্যালয়। একই চিত্র উঠে এসেছে আমবাসা থানা ধীন গোপাল সর্দার পাড়া হাই স্কুল থেকে। সম্প্রতি দু জন শিক্ষক বদলি হয়েছেন। আরও একজন বদলি হবার প্রস্তুতি চলছে। এদিকে শিক্ষা দপ্তরে এতো এতো শূন্য পদ থাকলেও নেই নিয়োগ। প্রতি বছর একটা অংশ কর্ম বিরতি তে যাচ্ছেন সেখানেও শূন্য হচ্ছে পদ। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই খালি জায়গা পূরণের কোনো উদ্যোগ নেই। শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাপক প্রভাব পড়ছে এতে। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ।
সামনেই শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা। কিভাবে চলবে তাদের পরাশুনা? এক গুচ্ছ প্রশ্ন তুলে ধরে আমবাসা – কমলপুর সড়ক অবরোধ করে বসলো এবার খুদে শিক্ষার্থীরা।
তাদের এই প্রশ্ন গুলোর কি জবাব দেবে রাজ্য সরকার ? এই কি বিজেপির সুশাসন এর চিত্র ? শিক্ষার্থীদের ভবিষ্যৎ কে অনিশ্চয়তায় ফেলে দিয়ে কি সুশাসন চালাচ্ছেন রাজ্যে ? জবাব চাইছেন শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ।

Leave A Reply