খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 04:40 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৪:৪০ অপরাহ্ণ

Shekh Hasina : শেষ হাসিনার সাঁজা ঘোষণার খবর পেতেই , ক্ষোভে ফেটে পড়েছে আবারো বাংলাদেশ

Shekh Hasina
1 minute read

Shekh Hasina : শেখ হাসিনা কে দেওয়া হবে মৃত্যু দণ্ড। এই খবর ছড়িয়ে পরতেই আবারো উত্তপ্ত বাংলাদেশ। জুলাই আগস্ট গনহত্যার মামলায় প্রধান অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাঁজা বাবদ মৃত্যু দণ্ডের ঘোষণা দিতে পারে আদালত। এমনটাই গুঞ্জন চলছে। ইতিমধ্যেই রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারিত করা হয়ে গেছে। আগামী ১৭ই নভেম্বরেই রায় দেবেন শীর্ষ আদালতের বিচারপতি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী , সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ তিন জনের বিরুদ্ধে জুলাই আগস্ট এর গনহত্যার দায়ে মামলা দায়ের করা হয়। মানবতা বিরোধী অপরাধ এর মামলা দায়ের হয় তাদের বিরুদ্ধে। এই মামলা দীর্ঘ এক বছর যাবত চলার পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়দানের দিন ঘোষণা করেছে।

ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মরতুজা মজুমদারের নেত্রিত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ ১৩ই নভেম্বর বেলা ১২টা ৯ মিনিটে এই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। তিন অভিযুক্তের মধ্যে একজন ছিলেন প্রাক্তন পুলিশের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজ সাক্ষী হয়েছেন এবং দোষ শিকার করেছেন।

আগামী ১৭ই নভেম্বর সোমবার রাজসাক্ষ বাক্য মূলে শেষে দোষী দের মৃত্যু দণ্ডের সাঁজা ঘোষণা করা হবে বলেই আশাবাদী প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে রায় ঘোষণার দিন ক্ষণ ঠিক হতেই বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ “লকডাউন” কর্মসূচী হাতে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ ব্যাপি আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঢাকা মুন্সিগঞ্জ গাজিপুর টাঙ্গাইল সিলেট ব্রাহ্মণবাড়িয়া ফরিদ পুর সহ বহু জায়গায় সকাল থেকেই অশান্তির খবর উঠে এসেছে।

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। উনার বিরুদ্ধে গৃহীত মামলায় ৮৪ জন এর সাক্ষ্য বাক্য নেওয়া হয়। তার মধ্যে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন ৫৪ জন। এখন আগামী ১৭ই নভেম্বর আদালত হাসিনা ও বাকি অভিযুক্ত দের কি সাঁজা শোনায় সেটাই দেখার অপেক্ষা।

For All Latest Updates

ভিডিও