Sanchar Sathi Aap : সঞ্চার সাথী এপ নিয়ে কেন্দ্র থেকে জারি করা হল নতুন নির্দেশিকা। বিরোধী দের চাপের মুখে পরে আবারো আরও এক ইস্যু তে পিছু হটতে বাধ্য হল কেন্দ্র। সঞ্চার সাথী এপ ইনস্টল বাধ্যতামূলক নয়, জানালো তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
গোটা দেশ জুড়ে এই মুহূর্তে সমালোচনার ঝড় তুলেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি ঘোষণা। কেন্দ্রীয় সরকারের “সঞ্চার সাথী” নামক একটি এপ আসন্ন প্রতিটি মোবাইল ফোনে প্রি ইনস্টল থাকবে এবং মোবাইল ইউজার রা চাইলেও সেটি ফোন থেকে মুছতে পারবেন না।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই বার্তার পর , বিরোধী শিবির ক্ষোভে ফুসে উঠে। এই “সঞ্চার সাথী” নামক এপ সাইবার ক্রাইম ডিটেক্ট নয়, বরং ভারতের ১.৪ বিলিয়ন মোবাইল ইউজারদের ডাটা সংগ্রহের একটি মাধ্যম হিসেবে কাজ করতে চলেছে, এমনটাই অভিযোগ আনে বিরোধী কংগ্রেস শিবির। সঙ্গে সুর মেলায় তৃনমূল সহ অন্যান্য বিরোধী দল গুলিও।
এটি শুধু মাত্র অসাংবিধানিক নয়। এটি যে কোনো নাগরিক এর স্বাধীনতা হরণ এবং তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। বিরোধী রা এই নিয়ে পরপর তোপ দাগতেই ক্রমে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে এবার বাধ্য হল কেন্দ্র সরকার।
প্রথম বিবৃতির পর মঙ্গলবার আরও এক বিবৃতি দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উনি জানান, এপ টি প্রি ইসস্টল থাকবে। তবে গ্রাহক চাইলে এটি নিজের মোবাইল থেকে ডিলিট করতে পারবেন।
এই মোদ্দা নিয়েও আপত্তি জাহির করেন বিরোধীরা। মূল প্রশ্ন হচ্ছে, একজন গ্রাহক কোন এপ ইনস্টল করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিৎ। কেউ চাইলেই তার উপর একটি সরকার স্বীকৃত এপ ব্যবহারের দায় চাপাতে পারে না।
অবশেষে বুধবার এই নিয়ে সর্ব শেষ এক বিবৃতি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। যাতে বলা হয়েছে , “সঞ্চার সাথী” এপ টি গ্রাহকেরা চাইলে ইনস্টল করবেন। নতুবা না করবেন। এতে কোনো ধরণের বাধ্য বাধকতা নেই। আর এই সিদ্ধান্তের পরেই স্বস্তি ফিরেছে বিরোধী শিবির গুলিতে। তাদের দাবী অনুযায়ী এই এপ ব্যবহার করে দেশের সমস্ত নাগরিকের উপর আড়ালে থেকে নজরদারি চালানোর উপায় খুজছিল মোদী সরকার।
এতে করে বিরোধী দের নানা ভাবে চাপে ফেলার ও চক্রান্ত হতে পারতো। কিন্তু তা যাতে না হয় সে জন্যই এই বিরোধিতা। অতঃপর বলা চলে তাদের এই বিরোধীতা সার্থক ও হয়েছে বটে।
তবে কেন কেন্দ্র অন্তরন্তর এই সিদ্ধান্তে পরিবর্তন আনলো ? কেন্দ্র সরকারের বক্তব্য, সঞ্চার সাথী এপ টি মূলত সাইবার ক্রাইম রুখতে এবং ইউজার দের সাইবার সংক্রান্ত সমস্যা থেকে বাঁচাতেই ব্যবহার করার নির্দেশ দেয় সরকার। ততসঙ্গে এই এপ নিয়ে জনমনে সচেতনতা বারানোটাও ছিল একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
তবে ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষাধিক মোবাইল ইউজার স্বেচ্ছায় এই এপ প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন। যাতে বোঝা যাচ্ছে যে মানুষ সঞ্চার সাথীর উপর ভরসা করছেন। অতএব একে বাধ্যতামূলক করার কোনো প্রয়োজনীয়তা নেই। মানুষ অচিরেই সরকারের এই প্রয়াস কে গ্রহন করবেন এবং একে একে সকলেই এপ টি ইনস্টল করবেন।



