খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 31 July 2025 - 03:58 PM
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ - ০৩:৫৮ অপরাহ্ণ

Russia Earthquake : বিশ্বজুড়ে সুনামি সতর্কতা! রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর ঢেউ আঘাত হানে মার্কিন উপকূলে

Russia Earthquake
1 minute read

Russia Earthquake : রাশিয়ার কামচাটকা উপদ্বীপে স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে আঘাত হানে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এটি অঞ্চলটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রবল কম্পন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও পৌঁছেছে সুনামির ঢেউ।

রাশিয়ার সেভেরো-কুরিলস্ক শহর পুরোপুরি খালি করে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রায় ৪ মিটার উচ্চতার ঢেউ বন্দরে ও একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানায় প্লাবন সৃষ্টি করেছে।

জাপানে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে, যদিও পরে দেশটি সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়। একই ধরনের সতর্কতা কমিয়ে আনা হয়েছে হাওয়াই এবং রাশিয়াতেও।

চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু এবং মেক্সিকোতেও জারি করা হয় সতর্কতা। এমনকি নিউজিল্যান্ড ও কলম্বিয়ার মতো দূরবর্তী দেশগুলোতেও চলছে সর্তকতা ও উচ্ছেদ কার্যক্রম।

হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে ভ্রমণরত এক ব্রিটিশ ক্রুজযাত্রী জানিয়েছেন, “যখনই সাইরেন বেজে উঠলো, সবাই তড়িঘড়ি করে জাহাজে ফিরে যেতে শুরু করল।”

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমানে নজরদারি অব্যাহত রয়েছে এবং পরবর্তী তথ্যের জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

For All Latest Updates

ভিডিও