Petrol diesel crisis নিয়ে আর দুশ্চিন্তা নেই Tripura রাজ্যে

রাজ্য জুড়ে পেট্রোল পন্যের সঙ্কট এবার লাঘব হতে চলেছে। রাজ্যে এসে পৌঁছে গেছে দুটি তেল বাহী ওয়াগন। আগামী কাল রাতের মধ্যেই গোটা রাজ্যের সবকটি পেট্রোল পাম্পে মজুদ হয়ে যাবে পেট্রো পণ্য।

আসামের লামডিং বদরপুর রেল লাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হবার ফলে প্রায় ৪ থেকে ৫ কিমি রেলপথ ক্ষতি গ্রস্থ হয়। আর সে কারণেই ত্রিপুরা রাজ্যে বিগত দুই থেকে তিন দিন পেট্রোল ডিজেলের সঙ্কট দেখা দেয়। যাতে করে গত ১০ তারিখ থেকে রাজ্য জুড়ে রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে পেট্রোল ও ডিজেল বিক্রি করার নির্দেশ দেন রাজ্য সরকার। এতে করে দৈনিক ২০০ টাকা করে প্রতি টি পেট্রোল পাম্পে পেট্রোল বিক্রি করা হয়। কিছুটা অস্বস্তি তে ও পড়তে হয়েছে এই দু তিন দিন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অবশেষে ২০০ টাকার পেট্রোল নিয়ে বেরোতে হয়েছে যান চালকদের।
তবে রেল দপ্তরের দ্রুত পদক্ষেপের ফলে খুব অল্প সময়ের মধ্যেই রেল লাইন সাড়াই করা হয়েছে এবং স্বাভাবিক ভাবেই রেল চলাচল ও শুরু হয়ে গেছে।
যার ফলে এবার ত্রিপুরা রাজ্যে ও তেল পরিবহন সচল অবস্থায় ফিরেছে। এই বিষয়ে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং এই দিন দুয়েক রাজ্য সরকারের পেট্রো পন্যের রেশনিং ব্যবস্থার সিদ্ধান্ত কে মান্যতা দিয়ে সহযোগিতা করার জন্য রাজ্যবাসিকে ধন্যবাদ ও জানিয়েছেন তিনি।
এবার পেট্রোল এর ঘাটতি নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না রাজ্যবাসী কে। দীর্ঘ লাইন ও ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। আজ থেকেই প্রতিটি পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রো পণ্য মজুদ থাকবে।

Leave A Reply