Minister recieves letter from kejriwal

 

ইডির হেফাজতে থেকেও রাজ্যের মানুষের কথাই চিন্তা করছেন মুখ্যমন্ত্রী ‌। নিজে এতো বড়ো বিপদে আচ্ছন্ন থেকেও অন্যের দুঃখ কষ্ট নিয়ে ভাবার মতো মানসিকতা শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল এর মতো একজন মুখ্যমন্ত্রীর ই থাকতে পারে।
জেল থেকেই লিখিত আকারে দিল্লির জল মন্ত্রীর কাছে নির্দেশ মূলক চিঠি প্রেরণের বিষয় নিয়ে আজ এক সাংবাদিক বৈঠক করে কথাগুলো বললেন দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশি মার্লেনা।

গত ২১শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেফতার করে নিয়ে যায় ইডি। বর্তমানে উনি রয়েছেন জেলে। কবে নাগাদ মুক্তি পাবেন তার কোনো সঠিক দিনক্ষণ বলা কঠিন। কিন্তু এমন পরিস্থিতিতে দিল্লির জনজীবন যেন থমকে না থাকে এবং সাধারণ মানুষের জীবন যাপনে সাধারণ থেকে অতি সাধারণ সমস্ত রকমের সমস্যার যেন অনতিবিলম্বে সমাধান করা যায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গরম কাল শুরু হচ্ছে। দিল্লির প্রখর দাবদাহে প্রায় এলাকায় এই মরশুমে জলের সংকট দেখা দিতে পারে। তাই ঐ সমস্ত এলাকা গুলি চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত পরিমাণে জলের ট্যাংকারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এছাড়া ও দিল্লির ৩.৩৪ কোটি জনগনের যেন এই পরিস্থিতিতে কোনোরকম সমস্যায় না পড়তে হয় সেদিকে নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

এমন একজন মুখ্যমন্ত্রী পাওয়া বিরল যিনি নিজের এতো বড়ো বিপদের সময়ে ও নিজেকে ভুলে নিজের রাজ্যের মানুষের জন্য ভেবে চলেছেন। ইনি যে কোনোভাবে কোনো ক্রাইমের সাথে যুক্ত থাকতে পারেন এই কথা খোদ দিল্লি বাসী ও বিশ্বাস করতে পারেন না।

আগামী দিনেও প্রয়োজন বশত মন্ত্রীদের জন্য এধরনের নির্দেশ দিতে পারেন তিনি এমনটাই জানিয়েছেন অতিশি মার্লেনা।

Leave A Reply