খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:00 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:০০ অপরাহ্ণ

Mehbuba Mufti Tweet : দেড়শ বছর পুরনো সঙ্গীত নিয়ে আলোচনা কি দেশের কোটি কোটি মানুষের সমস্যার সমাধান ঘটাতে পারে, প্রশ্ন মুফতির

Mehbuba Mufti Tweet
1 minute read

Mehbuba Mufti Tweet : দেশে যখন বেকারত্ব, মূল্য বৃদ্ধি, বেসরকারিকরণ, শ্রম কোড বিতর্ক, শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশার মতো জরুরী ইস্যু গুলি নিয়ে দিনের পর দিন ভুক্তভোগী আম জনতা তখন এসব নিয়ে আলোচনা না করে মোদী সরকার ব্যস্ত দেড়শ বছর পুরনো এক সঙ্গীত নিয়ে।

দেশের বিমান পরিষেবা অচল হয়ে পড়েছে। বিগত ৬ থেকে ৭ দিন যাবত ইন্ডিগোর হাজারের ও বেশি বিমান উড়ান থেকে বিরত। বিমান বন্দর গুলিতে আঁটকে পরে আছেন লক্ষাধিক যাত্রী। এই নিয়ে আলোচনা নেই সংসদে। কিন্তু “ বন্দে মাতরম “ শ্লোগান নিয়ে তুমুল আলোচনা। আবার তার জন্যে বরাদ্দ করা হয়েছে ১০ ঘণ্টা। এই সব কিছুই বিজেপি ও মোদী সরকারের “ ভুয়া আদর্শ” । সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এভাবেই শাসক শিবির কে নিয়ে কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী মেহবুবা মুফতি।

পিডিপি নেত্রী মুফতির প্রশ্ন, কেন দেশের বেকারত্ব নিয়ে , মানুষের সমস্যা নিয়ে কথা না বলে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করা হচ্ছে সংসদে কোন শ্লোগান দেওয়া যাবে কি না দেওয়া যাবে সেই নিয়ে। এদিকে বিমান পরিষেবা না পেয়ে যে মানুষ গুলো দিনের পর দিন ভুগছে তাদের দিকে নজর দিচ্ছে না সরকার। যদিও ডিজিসিএ সম্প্রতি ইন্ডিগোর সিইও কে নোটিশ পাঠিয়েছে। কিন্তু তাতেও কি সমস্যার সমাধান হচ্ছে ?

দেশের মানুষ এই সময়ে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন সেগুলো নিয়ে মোদী সরকারের আলোচনা করা দরকার, বাকি দেড়শ ২০০ বছর পুরনো বন্দে মাতরম নিয়ে। এমনটাই ক্ষোভ উজাড় করা পোস্টে লিখে জানালেন নেত্রী মেহবুবা মুফতি।

For All Latest Updates

ভিডিও