Manik Sarkar campaigning

সামনেই নির্বাচন । হাতে গোনা আর মাত্র কয়েক দিনের মধ্যেই দুই আসনের প্রায় ২৮ লক্ষের ও বেশি ভোটারদের মনে জায়গা করে নিতে এখন জোর কদমে নিজেদের প্রচার প্রসার চালাচ্ছে শাসক ও বিরোধী উভয় শিবির। দেশ ও রাজ্যের ভাগ্য পরিবর্তন করতে ভোটারদের কে সঠিক ভাবে বিবেচনা করে ভোট দানে অগ্রসর হতে সাহস যুগিয়ে দিচ্ছেন বিরোধী শিবির। আর্থিক সঙ্কট এর পরিস্থিতি থাকলেও সমস্ত প্রতিকূলতা কে উপেক্ষা করে যতটা সম্ভব জন সম্পর্ক স্থাপন করছে বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চ।
মনোনয়ন জমা দেবার পর থেকেই প্রচারে ঝড় তুলছেন বিরোধীরা। পশ্চিম আসনে ইন্ডিয়া জোট এর প্রার্থী আশিস উমার সাহা, উপ নির্বাচনে রতন দাস ও পূর্ব ত্রিপুরা আসনে রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সর্বত্র চলছে প্রচার। এমতাবস্থায় শনিবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে পশ্চিম আসনের প্রার্থীর সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় । এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ২৫ বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রার্থী আশিস কুমার সাহা সহ একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব। সকলের উপস্থিতিতে আজ প্রতাপগড় বিধানসভার বনকুমারি বাজারে এই বাজার সভায় অংশগ্রহণ করে শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন মাণিক সরকার। তবে এদিন উনার বক্তব্যে সর্বাধিক যে বিষয় টি ফুটে উঠে সেটি ছিল “কেন বামেরা ভোট দেবেন কংগ্রেস প্রার্থী কে” সেই বিষয়।

Manik Sarkar campaigning
শাসক শিবিরের পক্ষ থেকে ইদানিং বেশ কিছু জনসভায় বাম কংগ্রেসের যৌথ মঞ্চ কে নিয়ে কটাক্ষ ও কটূক্তি করা হয়েছে। যারা দীর্ঘদিন একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কেই আজ একে অপরের চিহ্নে ভোট দিতে হচ্ছে। এই প্রসঙ্গে এদিন পরোক্ষভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার ভোটারদের উদ্দেশ্যে কিছু ব্যাখ্যা তুলে ধরেন। “সময়ের দাবী” বলে আখ্যায়িত করে তিনি বলেন, “দেশের ও রাজ্যের ভবিষ্যৎ রক্ষার্থে এই মুহূর্তে দাঁড়িয়ে একে অপরকে সহযোগিতা করাটা বাঞ্ছনীয়। অরাজকতা, গণতন্ত্রের বিপন্ন পরিস্থিতি কাটিয়ে উঠতে মিলিত ভাবে লড়াই করতে হবে।“
গত বিধানসভা নির্বাচনে বহু কেন্দ্রে কংগ্রেস কর্মীরা কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে বাম প্রাথিদের জয় যুক্ত করিয়েছেন। তাহলে আজ কেন বামেরা কংগ্রেস দলীয় প্রার্থী কে ভোট দেবেন না, প্রশ্ন করলেন মাণিক সরকার। ভোটারদের উদ্দেশ্যে তিনি বার্তা রাখেন , ভয় ভীতি বর্জন করে হাতে হাত মিলিয়ে সকলে যেন ভোট দানে এগিয়ে আসেন। ভোট এর প্রাক মুহূর্তে রাস্তায় ফ্লেগ ফেস্টুন লাগাতে যেন সহযোগিতা করেন। আশিস বাবু নিজেও কংগ্রেস ও বাম উভয় দলীয় প্রার্থীর প্রচারে ফ্লেগ ফেস্টুন তৈরিতে নিজে ভূমিকা পালন করছেন। তাহলে বামেরা কেন এগিয়ে আসবে না, প্রশ্ন করলেন তিনি।
আসন্ন নির্বাচনে অশুভ শক্তি কে পরাজিত করে দেশ ও রাজ্যের ভবিষ্যৎ গড়তে ইন্ডিয়া জোট মঞ্চ কে সমর্থন করার আহ্বান জানান এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার।
উনার বক্তব্যে স্বাভাবিক অর্থেই একটা ব্যপক প্রভাব পড়বে ভোটারদের মাঝে, তা নিশ্চিত। তবে রাজ্যের ২৮ লক্ষ ভোটার দের মনে কতটা জায়গা করতে পারবে বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চ সেটাই বড় প্রশ্ন।

Leave A Reply