labour injured in Sepahijala road accident
যান দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলেছে রাজ্যের বুকে। বিশেষ করে চলতি মাসে যান দুর্ঘটনার সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। রাজধানীর বুকে হোক কিংবা জনশুন্য এলাকায়, অসচেতনতা ও ওভার টেকের তলে পিষ্ট হচ্ছে বহু প্রাণ।
আজ আবারো যান দুর্ঘটনার সাক্ষী থাকলো সিপাহী জলা নৌকা ঘাট সংলগ্ন জাতীয় সড়ক। জানা যায়, সিপাহীজলা নৌকা ঘাট সংলগ্ন সড়কে কাজ চলছে। আর তাতেই রোজকার মতো TR07C1928 নম্বরের চার চাকার ম্যাজিক অটো গাড়িতে করে যাচ্ছিলো এক দোল শ্রমিক। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রন হাড়িয়ে উল্টে পড়ে যায়। আর তাতেই গুরুতর আহত হন ৫ জন শ্রমিক। ঘটনাটি ঘটে সোমবার সকালে । তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। আহত ৫ জন শ্রমিক হলেন ঋত্বিক দাস, চন্দন সরকার, মৃদুল রায়, নির্মল ভৌমিক, ও পুলিন দাস। ঘটনা দেখতে পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে তারা দ্রুত এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। তাদের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালেই।
তবে এধরণের পথ দুর্ঘটনা রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সিপাহীজলা নৌকা ঘাট সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনার মাত্রা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। উপযুক্ত প্রশাসনিক তদারকির যথেষ্ট অভাব রয়েছে বললেও ভুল হবে না।
তাছাড়া ও সচেতনতার অভাবে এধরনের দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে মদ্যপ অবস্থায় যান চালনা করা। পাশাপাশি রয়েছে হাই স্পীড ও ওভার টেক করার বিষয়। সার্বিক দিক থেকে এধরণের দুর্ঘটনা প্রবন এলাকা গুলিতে পুলিশের নজর দারি বৃদ্ধি ও অবশ্যই স্পিডোমিটার এর ব্যবস্থা করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এক্ষেত্রে প্রতিটি মহকুমা প্রশাসনের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলেই মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।