Kriti Singh Debbarma : কৃতি সিং দেব্বরমার ভোট প্রচার প্রস্তুতি নিয়ে বৈঠকে বিজেপি বিধায়ক বিকাশ দেব্বরমা
বিজেপি শিবিরে মিশে যাবার পর থেকেই বিজেপি এবং তিপ্রা মথা বর্তমানে একই পয়সার এপিঠ – ওপিঠ। বিশেষ করে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসন থেকে মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর এর বোন কৃতি সিং দেব্বরমা কে প্রার্থী করার পর তা আরও ভালভাবে অনুভব করা যাচ্ছে।
রাজ্যের যে কোনো অংশেই এখন বিজেপির প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিল সমাবেশে গেঁড়ুয়া শিবিরের সাথে মিশে যেতে দেখা যাচ্ছে মথা কেও। ত্রিপুরার রাজনৈতিক মঞ্চে এই দৃশ্য পরিলক্ষিত হবে , এটা অবশ্য বিরোধী আসনে অধিষ্ঠিত দুই দল আগে থেকেই আন্দাজ করেছিল। সেই অনুযায়ী অবশ্য ইঙ্গিত ও দেওয়া হয়েছিল বহুবার। তবে তাতে শিলমোহর পড়েছে লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে।
তবে সে যাই হোক, কোনকিছুতেই কর্ণপাত না করে বরাবরই নিজেদের মেজাজে দিব্যি বহাল শাসক শিবির। বিরোধীদের মন্তব্য কে একেবারে তুয়াক্কা না করে শুধু নিজেদের জয়লাভ এর লক্ষ্যমাত্রা স্থির করতে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে পদ্ম শিবিরে।
এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা সহ দেশের প্রায় সবকটি রাজ্যেই লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। তার আগে বিরোধী শিবির যেমন প্রস্তুতি নিচ্ছে তেমনি শাসক শিবির এর পক্ষ থেকেও প্রচার ও জনসংযোগে রাখা হচ্ছে না কোনো কমতি। রোজই ত্রিপুরা রাজ্যের দুই প্রার্থীর সমর্থনে কোথাও না কোথাও চলছে প্রচার , রোড শো , সভা , রেলি ইত্যাদি। রবিবারেও পশ্চিম ত্রিপুরা আসনের পারথির সমর্থনে সোনামুড়ায় এক রেলি হয়। অন্যদিকে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব্বরমার সমর্থনে ও চলছে প্রচার।
আগামী ২রা এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে প্রচারাভিযান এর আয়োজন ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার কৃষ্ণপুরে কৃতি সিং দেব্বরমা কে নিয়ে প্রচারাভিযানের আয়োজন করার বিষয়ে এক সাংবাদিক সন্মেলন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্য মন্ত্রী সভার মন্ত্রী বিকাশ দেব্বরমা।
জনগণের আশীর্বাদ নিয়ে আসন্ন ভোটের লড়াইয়ে জয়লাভ করার জন্যে প্রচারাভিযানে শামিল হবেন প্রার্থী। তবে ভোট বাক্সে গনদেবতারা কোনদিকে দেবেন তাদের রায়, সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে অবশ্য সবার নজর টিকে আছে ভোটের দিনক্ষণের দিকেই।