Kriti Singh Debbarma : পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বরমার মনোনয়ন দাখিল
আজ উত্তর পূর্ব ত্রিপুরা রাজ্যের পূর্ব আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বরমা মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের নিকট।
সামনেই লোকসভা নির্বাচন। আর তাতে ত্রিপুরার দুটি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বুধবার আগরতলা স্থিত সদর জেলা শাসক এর কাছে মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসন এর বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বরমা আমবাসায় ধলাই জেলা শাসকের নিকট উনার মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিন পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থীর সমর্থনে ধলাই জেলার আমবাসায় পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মাণিক সাহা সহ এক ঝাঁক বিজেপি দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ঠিক বুধবার শহর আগরতলার মতোই বৃহস্পতিবার আমবাসা তেও দেখা গেল গেঁড়ুয়া ঝড়। দলে দলে মানুষ যোগ দিয়েছেন এদিনের বর্ণাঢ্য মিছিলে।
কে কৃতি সিং দেব্বরমা ?
ত্রিপুরার রাজনীতিতে এই নাম নতুন হলেও রাজনীতির ময়দানে তিনি নতুন মুখ নন। কৃতি সিং দেব্বরমা প্রকৃত অর্থে ত্রিপুরা রাজ্যেরই মেয়ে। মহারাজা প্রদ্যুত কিশোর দেববর্মণ এর আপন বড় দিদি হলেন কৃতি সিং দেব্বরমা। বৈবাহিক জীবন সুত্রে তিনি এতকাল ঝাড়খণ্ডে ছিলেন। সেখানে উনার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন শুধুমাত্র রাজ পরিবারের সদস্যই নয় বরং মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে উনারা একাধিক বার বিধায়ক রুপেও দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। সেই সুত্র থেকে কৃতি সিং দেব্বরমা ও রাজনৈতিক কূটনীতির বিষয়ে খুব ভালো ভাবে অবগত আছেন সেটা বোঝার অপেক্ষা রাখে না।
বিজেপি থেকে কৃতি সিং দেব্বরমা কে প্রার্থী করার কারণ কি ?
লোকসভা নির্বাচন এগিয়ে আসার মাস দুয়েক আগেই রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল তিপ্রা মথা তাদের তিপ্রা ল্যান্ডের দাবী নিয়ে আমরন অনসনের ঘোষণা করে। আর সেই উদ্দেশ্য ও সফল হয়। ২৪ ঘণ্টা অতিক্রান্ত হবার আগেই দিল্লী থেকে ডাক পড়ে গৃহ মন্ত্রী অমিত শাহের। দিল্লীতে কেন্দ্র সরকার , রাজ্য সরকার এবং তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর মানিক্য এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। আর তাতেই জামানত জব্দ হয়ে পড়ে তিপ্রা মথা। রাজ্যের প্রধান বিরোধী দল মিশে যায় শাসক শিবিরে। এর পর তিপ্রা মথা দল থেকে দুজন কে মন্ত্রিত্ব দেবার পর, লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের কাছে তিপ্রাসাদের স্বার্থ সম্বলিত দাবী দাওয়া তুলে ধরার উদ্দেশ্যে তৎকালীন মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর মানিক্যের দিদি কৃতি সিং দেব্বরমা কে প্রার্থী করা হয় পূর্ব ত্রিপুরা থেকে। মুলত দুই দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বশেই এই সিদ্ধান্ত বলে দাবী করা হচ্ছে।
গেঁড়ুয়া ঝড়ে শামিল লাল-হলুদ পতাকা
মথা ও বিজেপির জোট হবার পর থেকেই দুই দলের সমর্থকেরা মিলে মিশে একাকার হয়ে গেছে। বৃহস্পতিবার এর মিছিলেও সেই চিত্র স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। রাজ্যের দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী করার শ্লোগানে মুখরিত ছিল তিপ্রা মথাও । বিজেপির গেঁড়ুয়া সবুজ পতাকার সাথেই মিশে গেল লাল – হলুদ মথার প্রতীক। বর্তমানে রাজ্যে বিরোধী ইন্ডিয়া জোট এর রেলিতেও দেখা যাচ্ছে কিছুটা একই চিত্র। তবে বিজেপির সাথে মথার জোট কে পাহাড়ে অনেকেই বর্তমানে তিরস্কার করছেন। যার একটা বিরাট প্রভাব পড়তে পারে আসন্ন লোকসভা নির্বাচনে। এমনটাই দাবী করছেন বিরোধী শিবির।
তবে যাই হোক, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর মনোনয়ন দাখিলের চিত্রই পুনঃ সম্প্রচার হল পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও । আর এই বিশাল জনঢল থেকেই বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্ম বিশ্বাস যে আসন্ন নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি পদ্ম ফুল মোদী জি কে উপহার দেবে রাজ্য বাসী।
তবে শেষ হাসি হাসবে কোন দুই দল সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশের মানুষ।