Joining at BJP Pradesh bhawan

লোকসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন দল ছেড়ে বিজেপি শিবিরে মিশে যাচ্ছে বহু মানুষ। এবার বিজেপি দলে যোগ দিল রাজ্যের এক ঝাঁক যুবারা। প্রদেশ কার্যালয়ে শনিবার এক যোগদান সভার মধ্যে দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা যুব মোর্চার অন্তর্ভুক্ত হয়েছে এদিন বহু যুবক। এদিনের যোগদান সভা নিয়ে বলতে গিয়ে যুব মোর্চার কর্মীরা জানিয়েছেন প্রায়শই বিভিন্ন মহল থেকে অভিযোগ কিংবা প্রশ্ন উঠে, যে বিজেপির যুব মোর্চার মধ্যে মাইনোরিটি যুবকদের যুক্ত হতে দেখা যায়না কেন। এর পরিপ্রেক্ষিতে বিযেউয়াইএম সদস্য জানান বিগত কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপির যুব মোর্চায় যুক্ত হয়েছিলেন আমির হোসেন। উনার হাত ধরে আরও বহু মাইনোরিটি ভোটার বিজেপি তে যোগ দিয়েছেন।

শনিবারেও রাজ্যের বিভিন্ন মণ্ডল এর অন্তর্গত ২৫ থেকে ৩০ বছর বয়সী সংখ্যালঘু শ্রেণীর যুবক ভোটাররা যোগ দিয়েছেন বিজেপির যুব মোর্চাতে। তাদের সকলের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেওয়া হয়। এর আগেও প্রায় ২৩টি সংখ্যালঘু পরিবারের ১৫৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি শিবিরে শামিল হয়েছিলেন।

বিরোধী শিবির থেকে রাজ্যের যুবক শ্রেণীর অন্তর্ভুক্ত ভোটারদের ভোটের একেবারে প্রাক মুহূর্তে দল পরিবর্তন করা একদিকে যেমন বিরোধী শিবিরের কাছে এক প্রকার ক্ষয় তেমনি শাসক বিজেপির কাছে এটি একটি বাড়তি পাওনা। কেননা আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বাক্সে ও এর প্রভাব পড়বে। তাছাড়া বিজেপি বরাবরই বলছে, “আব কি বার, ৪০০ পার”। সেই ৪০০ এর গণ্ডী ছারাতে বিজেপি দলের পক্ষ থেকে সার্বিক ভাবে প্রয়াস জারি রয়েছে।

তাছাড়া রাজপথে বিজেপির পক্ষ থেকে যে মিছিল কিংবা রেলির আয়োজন করা হয়, সেক্ষেত্রে ও দেখা যায় একটা বিশাল সংখ্যায় যুবকেরা শামিল থাকেন। ২০২৩ এর নির্বাচনের পর পরই প্রদেশ যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। উনার হাত ধরেই রাজ্য জুড়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে যুব মোর্চা। রাজ্যের সকল যুবকদের একত্রিত করে আসন্ন লোকসভা ভোটে রাজ্যের দুই আসনের প্রার্থীদের জয়ের লক্ষ্যে জোরালো প্রচার চালাচ্ছে বিজেপি। সেক্ষেত্রেও আজকের এই যোগদান বিজেপির প্রচার প্রসারের গতি তরান্বিত করবে বলে আশা করছেন পদ্ম শিবির।

Leave A Reply