Jhansi Ki rani Laxmi Bai

ঝাঁসির রানী লক্ষ্মী বাই এর জন্ম জয়ন্তী তে বিনম্র শ্রদ্ধা

পরাধীন ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে চির উজ্বল নারী নেত্রীর নাম রানী লক্ষ্মী বাঈ। উনার পরাক্রমের ইতিহাস আজো স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। ব্রিটিশ দের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন রানী লক্ষ্মী বাঈ। যুদ্ধের ময়দানে অবতীর্ণ রানীর আন্দোলনে সহযোগী হয়েছিলেন তার বহু সখী। আজ সেই পরাক্রমি রানী লক্ষ্মী বাঈ এর জন্ম দিন।
১৮২৮ সালের ১৯শে নভেম্বর মহারাষ্ট্রের এক মারাঠি করাডে ব্রাহ্মন পরিবারে জন্ম গ্রহন করেন। উনার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। উনার বাবা কোর্টে কর্মরত ছিলেন। যে কারণে মণিকর্ণিকা বাল্য বয়স থেকেই অনেকটা স্বাধীনতা ভোগ করার সুযোগ পেয়েছিলেন । শিখেছিলেন অস্ত্র বিদ্যা, অশ্ব চালনা সহ আরও অনেক কিছু। যা উনার ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেকটাই সহযোগিতা করেছিল।
ঝাঁসি প্রদেশের মহারাজা গঙ্গাধর রাও এর সাথে মণিকর্ণিকার বিবাহ হয় ১৮৪২ সালে। এর পর থেকেই উনার নাম হয় ঝাঁসির রানী। বিবাহের পরেই উনার নতুন নামকরণ করা হয় যার পর থেকে উনাকে সবাই লক্ষ্মী বাঈ বলেই চেনেন।
এরপর ১৮৫১ সালে গঙ্গাধর ও লক্ষ্মী বাঈ এর কোল আলো করে জন্ম নেই একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় দামোদর রাও। কিন্তু দুর্ভাগা রাজা রানী। মাত্র ৪ মাস বয়সেই মৃত্যু হয় দামোদরের। এর পর রানী লক্ষ্মী বাঈ অস্থির হয়ে পড়েন। পুত্র শোকে বিভোর রানী লক্ষ্মী বাঈ ও রাজা গঙ্গাধর একটি দত্তক পুত্র নেন যার নাম রাখা হয় আনন্দ রাও। সেই দত্তক পুত্র সন্তান ছিল রাজা গঙ্গাধরের জেঠতুতু ভাই এর ছেলে। দামোদর রাও এর মৃত্যুর পেছনে কি কারণ ছিল তা উদ্ঘাতন করতে পারেননি রাজা গঙ্গাধর রাও। অতঃপর ১৮৫৩ সালের ২১ শে নভেম্বর গঙ্গাধর রাও এর মৃত্যু হয়। দত্তক পুত্রের খবর তৎকালীন লর্ড জেনারেলের কানে পৌছাতেই নির্দেশ আসে, ঝাঁসির সিংহাসনে বসার উপযুক্ত কেউ না থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি কে নিজের দখলে নেবে। তাই সকলকে ঝাঁসি পরিত্যাগের নির্দেশ দেওয়া হয়। এদিকে ঝাঁসির রানী লক্ষ্মী বাঈ কে মাসিক ষাট হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। এর পরেই আনন্দ রাও কে পিঠে বেঁধে নিয়ে ঝাঁসি ছারেন রানী। তবে ঝাঁসি ও ঝাঁসির আপামর মানুষ কে বাঁচাতে পরাক্রমি রানী অনেক প্রয়াস চালিয়েছিলেন। ১৮৫৭ সালে প্রথম ব্রিটিশ দের বিরুদ্ধে ভারতীয় বিদ্রোহের ঘোষণা হয়। আর তাতে প্রধান নেতৃত্ব দেন রানী লক্ষ্মী বাঈ।
যুদ্ধ ক্ষেত্রেই ১৮৫৮ সালের ১৮ই জুন শহীদ হন তিনি। তবে উনার কৃতিত্ব আজো থেকে গেছে স্মরণীয় হয়ে। দেশ বিদেশে আজো নারী শক্তির উদাহরণ স্বরূপ ঝাঁসির রানী লক্ষ্মী বাঈ এর নাম নেওয়া হয়।

Leave A Reply