খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 5 January 2026 - 08:35 PM
সোমবার, ৫ জানুয়ারি ২০২৬ - ০৮:৩৫ অপরাহ্ণ

Jatrapur Ganja News : নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যাত্রাপুরে ঐতিহাসিক মেগা অভিযানে লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস

Jatrapur Ganja News
1 minute read

Jatrapur Ganja News : ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিনের প্রাচীন অবৈধ বাণিজ্যিক গাঁজা চাষ এবার স্থায়ীভাবে বিলুপ্তির পথে। ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে রাজ্য পুলিশ একের পর এক গাঁজা বাগান ধ্বংসের অভিযান জারি রেখেছে। সেই ধারাবাহিকতায় রবিবার ভোরে যাত্রাপুর থানার নেতৃত্বে পরিচালিত হল এক ঐতিহাসিক ‘মেগা ডেস্ট্রাকশন অভিযান’।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ বর্ধনের নেতৃত্বে প্রায় ১৫৫ জনের যৌথ বাহিনী দুইটি পৃথক স্থানে অভিযান চালায়। অভিযানের আওতায় আসে যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ কালীখলা এডিসি ভিলেজ এলাকার ভদ্রা বাড়ি পাড়া সংলগ্ন জঙ্গল এবং গরমছড়া এলাকার গভীর অরণ্য। এই দুই অঞ্চলের মোট ৪৫টি প্লটে ব্যাপক আকারে গাঁজা চাষ চলছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টা ধরে চলা এই অভিযানে আনুমানিক ১৫ থেকে ৫০ একর জমিতে গাঁজা চাষ ধ্বংস করা হয়। অভিযানে ৬৯ ব্যাটালিয়নের বিএসএফ, ১১ ব্যাটালিয়নের টিএসআর, ১৪ ব্যাটালিয়নের সিএ টিএসআর, ওমেন টিএসআরসহ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে প্রায় ২ লক্ষ ৬৭ হাজার থেকে ২ লক্ষ ৭৫ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

গাঁজা বাগান ধ্বংসের দৃশ্য প্রত্যক্ষ করে বহু চাষিকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেলেও পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই অবৈধ কার্যকলাপে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। ওসি সিতিকণ্ঠ বর্ধন জানান, এটি এখন পর্যন্ত যাত্রাপুর থানার অন্যতম বৃহৎ অভিযান এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কিছু এলাকায় লোকসমাগম লক্ষ্য করা গেলেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকায় কোনো রকম বাধা-বিপত্তি ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। প্রশাসনের দৃঢ় অবস্থান, গাঁজা চাষের সঙ্গে যুক্তদের এই বেআইনি কার্যকলাপ থেকে সরে আসতেই হবে।

নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই কঠোর পদক্ষেপে ত্রিপুরা জুড়ে স্পষ্ট বার্তা পৌঁছে গেছে—অবৈধ গাঁজা চাষের কোনো স্থান আর এই রাজ্যে নেই।

For All Latest Updates

ভিডিও