Jamthung market Kamalpur
নিত্য দিনের জীবন যন্ত্রণা অতিষ্ঠ হয়ে বুধবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মরাছড়া — আমবাসা রাস্তার জামথুম বাজার এলাকায় অবরোধ করে জামথুম এলাকার জাতি জনজাতিরা। এর ফলে ওই রাস্তার দুদিক থেকে প্রচুর ছোট বড় যান আটকে পড়ে। অবরোধকারীরা জানান, গত দেড় মাস ধরে বিদ্যুত, পানীয় জল, সরবরাহ বন্ধ ,তাছাড়া রাস্থার বেহাল দশার কারনে এই অবরোধ। এলাকার জাতি জনজাতিরা আরো জানায়, গ্রামের এই সমস্যা গুলির জন্য বিদ্যুৎ নিগম, পূর্ত দপ্তর ও পানীয় জল দপ্তরে জানানোর পর কোন সমস্যা সমাধান হয়নি। দীর্ঘ দেড় মাস ধরে জামথুম এলাকায় বিভিন্ন গ্রামে বিদ্যুত নেই। বিদ্যুৎ না থাকায় মটর চালিত সরকারি জলের উৎস গুলি চালিয়ে জল তোলা যাচ্ছে না। অসহ্য গরমে অন্ধকারে থাকতে হচ্ছে। গ্রামের পাতি কূয়ার জল নীচে নেমে শুকিয়ে গেছে। জলের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। দুর্গা চৌমুহনী থেকে জামথুম ভায়া কচুছাড়া রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তে পরিনত হয়ে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামের মূমূর্ষ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয়। অবরোধকারীদের দাবি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, দুর্গা চৌমুহনী থেকে জামথুম ভায়া কচুছড়া রাস্তা অতিসত্বর মেরামত করতে হবে, জামথুম বাজারে একটি বিদ্যুত কল অফিস চালু করতে হবে। অবরোধের খবর পেয়ে কচুছড়া থানার পুলিশ সালেমা এবং দুর্গা চৌমুহনী ব্লকের আধিকারিকরা অবরোধ স্থানে যান। সেখানে অবরোধকারীদের সঙ্গে আলোচনা বসেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকালে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। যদি সমস্যার সমাধান না হয় তবে আগামীদিন আরো বৃহত্তর অবরোধ করা বলে জানান অবরোধকারীরা।