খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 20 December 2025 - 10:03 PM
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ - ১০:০৩ অপরাহ্ণ

Indian Currency News : ভারতের মুদ্রার দর পতন, ইতিহাস গড়েছে মোদী সরকার পরিচালিত দেশ

Indian Currency News
1 minute read

Indian Currency News : বিজেপি সরকারের আমলে সর্ব কালের সর্ব নিম্ন মুদ্রার দর পতনের সাক্ষী হল ভারত। এক লাফে ৯০ এর গণ্ডী পেড়িয়ে গেছে ভারতীয় মুদ্রার বিনিয়োগ মূল্য। প্রতি ডলারে ভারতীয় মুদ্রার ডর এখন ৯০.৪৩ টাকা। ভারতীয় মুদ্রার এহেন পতন স্বভাবতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা এবং পরিচালন শক্তি কে প্রশ্ন চিহ্নের মুখে এনে দাড় করিয়েছে।

আজ থেকে প্রায় ১৩ বছর পূর্বে ২০১২ সালে তৎকালে কেন্দ্রে ইউপিএ সরকার থাকাকালীন গুজরাট এর মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তখন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে একবার ভারতীয় মুদ্রার পতন ঘটায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মোদী জি।

ইউপিএ সরকার চলাকালীন তৎকালীন বিজেপি সাংসদ সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে একই ঘটনার জন্যে তোপ দেগেছিলেন ২০১৩ সালে এক অধিবেশনে। উনি বলেছিলেন একটি দেশের মুদ্রার মূল্য পতন সে দেশের গরিমা কে নষ্ট করে।

আজ বিজেপি শাসিত ভারত বর্ষে মুদ্রার পতন ৯০ এর গণ্ডী ছাড়িয়ে গেছে। এটা গোটা দেশের জন্যে একটা বিশাল সঙ্কটের পরিস্থিতি। কিন্তু এই নিয়ে কোন ধরণের প্রতিক্রিয়া নেই প্রধানমন্ত্রী, গৃহ মন্ত্রী কিংবা মন্ত্রী সভার কোনো ব্যক্তি বর্গের পক্ষ থেকে। কেন্দ্রে কিংবা রাজ্যের কোথাও বিজেপি এই বিষয় গুলো নিয়ে আলোচনা করতে চায় না।

উল্টে এই গুরত্বপূর্ণ প্রসঙ্গ গুলি কে এড়িয়ে যাওয়ার বরাবর চেষ্টা করা হচ্ছে। এসআইআর প্রসঙ্গ হোক, কিংবা মুদ্রার দর পতন কিংবা শ্রম কোড প্রসঙ্গ – কোন ইস্যু তেই বিজেপি কথা বলতে চায়না।

আম জনতার দৃষ্টি এই সমস্ত মোদ্দা থেকে অন্যদিকে ঘুড়িয়ে দেবার জন্যে সচেষ্ট বিজেপি সরকার। এমনটাই অভিযোগ তুলে ধরছেন বিরোধীরা।

২০১০ সাল থেকে ২০২৫ সাল এর মধ্যে ৫০ শতাংশের হারে ভারতীয় মুদ্রার দর পতন ঘটেছে।

আজকের তারিখে দাঁড়িয়ে, নরেন্দ্র মোদীর কাছেও ভারত বাসী জানতে চান – যেখানে নেপাল বাংলাদেশ পাকিস্তান এর মুদ্রার দর পতন ঘটে না সেখানে ভারতের মুদ্রার পতন কেন ? উত্তরের অপেক্ষাতেই ১৪৪ কোটি ভারত বাসী।

For All Latest Updates

ভিডিও