INDIA to form govt in Delhi

দেশের রাজনৈতিক পরিমণ্ডলে হাওয়ার গতিবেগ ক্রমশই পরিবর্তনশীল। এবারের লোকসভা নির্বাচন উভয় শিবিরের জন্যেই “ডু অর ডাই” এর চ্যালেঞ্জ এর সমান। তাই কোনো অংশে খামতি রাখছে না কেউই। এমন পরিস্থিতিতেই কৈলাশহরের জনসমাবেশে দাঁড়িয়ে শাসক বিজেপির বুকে কুঠারাঘাত কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহার। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কৈলাশহর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া ব্লক এর প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে একের পর এক স্ট্রোক দিলেন শাসক শিবির কে।
সাড়া দেশে ভোটারদের যে প্রতিক্রিয়া মিলছে তাতে করে দেশে মোদী সরকার কে দুর্দান্ত টেক্কা দিয়ে জয় হাসিল করে নেবার জোরদার প্রস্তুতি নিয়ে নিয়েছে ইন্ডিয়া ব্লক। আর সেই প্রসঙ্গে এদিন বিরজিৎ সিনহা নিশ্চিত ভাবে বললেন, দিল্লী তে সরকার পালটাচ্ছে। দিল্লী তে সরকার গড়তে চলেছে ইন্ডিয়া ব্লক। আর যদি এমনটা হয় তবে ত্রিপুরার বিজেপি সরকার এর মেয়াদ মাত্র ক্ষণিকের।
এই পরিস্থিতিতে বিজেপি শিবিরে এমন কিছু নেতৃত্ব , বিধায়ক এবং মন্ত্রী রয়েছেন যারা দল পরিবর্তন করতে দুবার ভাব্বেন না। কেননা এই জন কয়েক ব্যক্তি বর্গের আদর্শ এটাই, এরা যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরতে অভ্যস্থ। বিজেপি শিবিরে বর্তমান ১০ থেকে ১২ জন নেতৃত্ব যারা এক সময় হাওয়ার গতি বুঝে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তারাই আবার ফিরবেন কংগ্রেসের ঘরে। সুত্র মারফৎ এমনটাই খবর রয়েছে বলেও দৃঢ় ভাবে জানিয়েছেন বিরজিৎ বাবু। উনার হাত ধরেই একদিন কংগ্রেসে যুক্ত হয়েছিলেন সেই ১০ থেকে ১২ জন বিধায়ক , মন্ত্রী বর্গেরা। ২০১৮ এর আগে রাজনৈতিক আবহ বুঝে কংগ্রেস ছেড়ে এক লাফে যেভাবে বিজেপিতে ঢুকে পড়েছিলেন ঠিক সেভাবেই কেন্দ্রে বিজেপি সরকারের পতন হতে দেখে আবারো এক লাফে কংগ্রেসের ঘরেই ফিরবেন তারা। এভাবেই নাম না করে বিজেপির বেশ কয়েকজনের দিকে টার্গেট করেছেন বিরজিত সিনহা।
এভাবেই কৈলাশহরে জনসমাবেশে দাঁড়িয়ে হাসিমুখে বিজেপি শিবির কে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মাড়লেন বিরজিৎ সিনহা।
শুধু এটুকুই নয় , তিনি পূর্ব আসনে ইন্ডিয়া ব্লক সমর্থিত বাম দলীয় প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ভোট দাতাদের আহ্বান জানিয়ে এটাও বলেন, যারা কট্টর বিজেপি কর্মী তারা কখনোই তিপ্রা মথার প্রার্থী কে এবং যারা প্রকৃত তিপ্রা মথার সমর্থক তারা কখনোই বিজেপির প্রার্থী কে ভোট দেবেন না। সেক্ষেত্রে ও পূর্ব ত্রিপুরায় বিরাট সংখ্যক ভোট হাতছাড়া হবে বিজেপির। আর সেই ভোটারদের ও ইন্ডিয়া ব্লক প্রার্থী কে সমর্থন করার বিশেষ আহ্বান জানিয়েছেন বিরজিৎ সিনহা।

Leave A Reply