অবৈধভাবে পারকিং করা মালবাহী গাড়ি তে আগুন

রাজধানী আগরতলার কর্ণেল চৌমুহনী এলাকাতে একটি পারকিং এ থাকা গাড়িতে আগুন। পরবর্তী সময় সেই আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী একটি কেক এর দোকানে।
জানা যায়, ডিজেল বোঝাই করা একটি গাড়ি ঐ এলাকায় অবৈধ ভাবে পারকিং অবস্থায় ছিল। কোনোভাবে গাড়িটিতে অগ্নি সংযোগ হয়। এর পর সেই আগুন ছড়িয়ে পরে পাশের একটি কেক এর দোকানে। মুহূর্তের মধ্যেই গাড়ির পাশাপাশি কেক এর দোকানের ও ব্যপক ক্ষতি হয়। যাতে ঐ দোকানের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এর পর স্থানীয়রা আগরতলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের কাজে হাত লাগান। অবশেষে দমকল বাহিনী ও অন্যান্য দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয়দের অভিযোগ , প্রায়শই এই জায়াগায় অবৈধ ভাবে গাড়ি পারকিং করা অবস্থায় থাকে। ট্র্যাফিক দপ্তরের দুর্বল ভূমিকা ও রয়েছে এক্ষেত্রে। জে গাড়িটিতে আগুন লাগে তার চালক নাকি গাড়িটি কে এই অবস্থা তে ফেলেই পালিয়ে যায়। বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারতো এদিন। সকলের মিলিত প্রয়াসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave A Reply